সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় পার্টি একই সাথে সরকারে ও বিরোদী দলে থেকে সংসদকে কার্য্যকর করে তুলেছে

প্রকাশিত: ১০:১২ এএম, সেপ্টেম্বর ১৪, ২০১৫
তালা (সাতক্ষীরা) :জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি গ্রামের উন্নয়ন এবং মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী। এজন্য জাতীয় পার্টি সরকারে থাকাকালে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মাদ এরশাদ ক্ষমতার বিকেন্দ্রীকরন করেছিলেন। তিনি ক্ষমতা কুক্ষিগত না করে, গ্রামের সাধারন মানুষের কল্যাণে ও গ্রাম গঞ্জের উন্নয়নের জন্য উপজেলা পরিষদ, জেলা পরিষদসহ দেশে ৬৪টি জেলা করেছিলেন। এছাড়া বিচার বিভাগ মানুষের দোরগোড়ায় আনার জন্য হাইকোর্টকে বিভাগ পর্যায়ে আনার জন্য পরিকল্পনা গ্রহন করেছিলেন।   আর বর্তমানে মানুষের ভোগান্তি কমাতে এবং দেশের সুষম উন্নয়নের জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লী বন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মাদ এরশাদ প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য কর্মসূচী হাতে নিয়েছেন। মন্ত্রী বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে ও উন্নয়নে বিশ্বাসী; মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাসী না। গনতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং দেশে রক্তপাত যাতে না হয়Ñ এজন্য ১৯৯০ সালে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মাদ এরশাদ স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, জাতীয় পার্টি সরকারের সময় দেশে যে পরিমান উন্নয়ন হয়েছিল পরবর্তিতে তা’ আর হয়নি। একারনে খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে সাধারন মানুষ এখনও জাতীয় পার্টিকে ভালবাসে। প্রসঙ্গক্রমে ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ১৯৯১ সালের পর সংসদ কখনও কার্যকরী হয়নি।   যে দল ক্ষমতায় আসতো সেই দল থাকতো সংসদে আর বিরোধী দল থাকতো সংসদের বাইরে। কিন্তু বর্তমানে সরকারি ও বিরোধী দল উভয়ে সংসদে থেকে সংসদকে কার্য্যকর করে তুলেছে। জাতীয় পার্টি একই সাথে বিরোদী দলে এবং সরকারে থাকলেও সরকারের ভাল কাজে সহযোগীতা করছে এবং জনগন চায়নাÑ এমন কাজের বিরোধীতা করছে। আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচন করবেÑ এজন্য এবং আগামীতে স্থানীয় সরকারের সকল নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের একক ভাবে নির্বাচন করার প্রস্তুত নেবার জন্য দলীয় নেতা-কর্মীদের আহবান জানান। একই সাথে মন্ত্রী সকল নির্বাচনে প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। রোববার সন্ধ্যায় তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে, স্থানীয় তালা ডাক বাংলা চত্বরে এক সংক্ষিপ্ত পথ সভায় ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। পথ সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এস.এম. আলাউদ্দীন, জাপা নেতা মীর কাইয়ুম ইসলাম ডাবলু, হাবিবুর রহমান, যুবসংহতি সভাপতি সরদার কবির হোসেন ও সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক বি.এম. জুলফিকার রায়হান প্রমুখ বক্তৃতা করেন। এরপূর্বে, এদিন বিকালে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আ.লীগ, জাতীয় পার্টির ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাদের বালিয়ায় টিআরএম ভুক্ত কপোতাক্ষ নদের সংযোগ খাল ও পাখিমারা বিল সরজমিনে পরির্দশন করেন। এসময় স্থানীয় বাসিন্দারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ কপোতাক্ষ নদ খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নে নানান অনিয়ম এবং দূর্নীতির চিত্র মন্ত্রীর সামনে তুলে ধরেন।   পরে, সাংবাদিকদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার সময় মন্ত্রী কপোতাক্ষ নদ খননে আংশিক দূর্ণীতি ও অণিয়মের কথা স্বীকার করেন। সাংবাদিকদের তিনি বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়নে কিছু সমস্যা হলেও প্রকল্প বাস্তবায়ন যথাযথ ভাবে করে কপোতাক্ষ নদের পুনর্জীবন আনয়নসহ এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করা হবে। মন্ত্রী এসময় টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে যথাযথ ভাবে ক্ষতিপূরন প্রদানের আশ্বাস প্রদান করেন। একই সাথে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর দাবীর প্রেক্ষিতেÑ ভরাট হয়ে যাওয়া অতিগুরুত্বপূর্ন শালতা নদী খনন করার জন্য একটি প্রকল্প গ্রহন ও প্রকল্পের নকশা তৈরি করে মন্ত্রনালয়ে প্রেরন করার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনায়ারকে নির্দেশ প্রদান করেন। রাতে মন্ত্রী খুলনার উদ্দেশ্যে তালা ত্যাগ করেন।     একুশে সংবাদ ডটকম/এসএস/জুলফিকার রায়হান/১৪.০৯.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1