সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরে ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৮:১৯ পিএম, আগস্ট ২৮, ২০১৫
তাজুল ইসলাম সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক সকাল ৯টা ৪৫মিনিটের সময় আ: জব্বার আলী (৫৮) কে তারই ছেলে মো: কবির হোসেন (১৯), মো: মিজান মিয়া (২৪) ২৭শে আগস্ট বৃহস্পতিবার বিকেল বেলায় জমি সক্রান্ত জের ধরে বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায় হাতাহাতি ঘটানও ঘটে। এতে আ: জব্বার গুরতর জমহয়। সারা রাত্রি ব্যথার অনুভব হয় এবং পরেন দিন ২৮শে আগস্ট ২০১৫ইং রোজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে হাইহোতাশ করে একপ্রর্যায় মাটিতে লুটিয়ে পরে মারা যায়। নাম না প্রকাশ শর্তে আরো জানান, র্দীঘদিন যাবত জব্বারকে জমি ছেলেদের নামে করে দেওয়ার কথা বলে কিন্তু এ কথা না শোনার কারণে জব্বারের উপর মানষিক শাররিক ভাবে অত্যাচার করে তারিই পরিবারের বড় ছেলে: মিজান মিয়া, ছোট ছেলে কবির হোসেন।   স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল ঘটানা স্থলে এসে সাংবাদিকদের বলেন যেহেতু ছেলের হাতে বারার মৃত্যুর ঘুনজন উঠেছে অতএব আইনগত ভাবেই ময়নামদন্ত করার পরেই দাফনের ব্যবস্থা করা হবে।   শ্রীপুর মডেল থানার উপ-পরির্দশক (এস.আই) সালাউদ্দীন আহমেদ জানান, জব্বারের মৃত্যু স্বাবাবিক বলে মনে হচ্ছে। কিন্তু এলাকায় যেহেতু ছেলের হাতে বারার মৃত্যুর ঘুনজন উঠেছে তাই ময়না তদনন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে জব্বারের মৃতদেহ ।   শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি তবে লিখিত কোন অভিযোগ নাই। ময়না তদনন্তের রির্পোট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1