সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র জয়ন্ত দত্ত নিখোঁজ

প্রকাশিত: ০৭:১৬ পিএম, আগস্ট ২৮, ২০১৫
প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র জয়ন্ত দত্ত বাসা হতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে না আসায় তার পরিবারের লোকজন দারুন উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। নিখোঁজ জয়ন্ত দত্তের পারিবারিক সূত্রে জানা গেছে প্রতি দিনের ন্যায় জয়ন্ত গত ২৬আগষ্ট ভোর সাড়ে ৫টায় স্কুল কোচিং সেন্টারে কোচিং ক্লাশ করার জন্য বই পুস্তক নিয়ে বাসা হতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরে আসেনী। অদ্যবদি সে নিখোঁজ থাকায় তার পরিবারের পক্ষ থেকে সাম্ভব্য সকল আতœীয় স্বজনদের বাড়ী ও সাম্ভব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি। মনের দুষ্টামিতে সে কোথাও আতœগোপন করে আছে, নাকি রাস্তায় একা পেয়ে কোন দুস্কৃতিকারী চক্র তাকে অপহরণ করেছে এ দুঃচিন্তায় তার মা-বাবা এখন সয্যাশায়ী হয়ে পড়েছেন। কোথাও কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে অথবা দেখলে নি¤œক্ত মোবাইল নম্বারে খোঁজ দেয়ার জন্য অসহায় মাতা-পিতা সকলের প্রতি আকুল আবেদন করেছেন, মোবাইল নং-০১৭৩৯-২০১৬৩২ ও ০১৭১৪-৫২৭৪২৭। নিখোঁজ জয়ন্ত দত্তের পিতার নাম কাঞ্চন দত্ত, সাপাহার সাহাপাড়ায় তাদের বাসা। এ বিষয়ে পিতা কাঞ্চন দত্ত গত ২৭ আগষ্ট সাপাহার থানায় একটি জিডি দায়ের করেছেন জিডি নং- ১০৭৩

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1