সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আখচাষীদের উন্নত পদ্ধতিতে অধিক আখ চাষের আহবান

প্রকাশিত: ০৭:০৮ পিএম, আগস্ট ২৮, ২০১৫
এসএস মিঠু, জয়পুরহাট প্রতিনিধিঃ অধিক জমিতে উন্নত জাতের আখ আবাদ করে চিনি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চিনি শিল্পকে বিকশিত করতে আখচাষীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন- এফসিএমএ ।এ ব্যাপারে তিনি চাষীদের উন্নত বীজ ও সার সরবরাহ,ভর্তুকি প্রদান সহ সকল প্রকারের সহযোগিতার আশ্বাস দেন। শুক্রবার দুপুরে তিনি জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের সাধারন মিলনায়তনে আয়োজিত এক আখচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ আহবান জানান। এ সময় ওই সমাবেশে অন্যান্যের মধ্যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিভাগের পরিচালক- কৃষিবিদ আজিজুর রহমান,জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস ছালাম,জয়পুরহাট আখচাষী কল্যাণ সমিতির সভাপতি বাবু চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুনুর রশিদ সহ বিভিন্ন এলাকার আখচাষীরা বক্তব্য রাখেন। এর আগে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জয়পুরহাট সুগার মিলের ফ্যাক্টরী পরিদর্শন করেন এবং শ্রমিক-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন।পরে তিনি সুগার মিল জামে মসজিদের পার্শ্বে একটি আমের চারা রোপনের মাধ্যমে ‘ নাক ফজলি আম বাগান’- এর উদ্বোধন করেন ।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1