সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আরাকান আর্মির সোর্সকে কারাগারে প্রেরন

প্রকাশিত: ০৫:০৪ পিএম, আগস্ট ২৮, ২০১৫
একুশে সংবাদঃ জেলায় অনুপ্রবেশের অভিযোগে আটক আরাকান আর্মির সোর্স অং ইউ ইয়াংকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী আকতার এ নির্দেশ দেন। তার বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার রাতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা সদর থেকে অং ওয়াং রাখাইন নামে আরাকান আর্মির সহযোগীকে আটক করে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী।   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টা থেকে যৌথবাহিনীর এক অভিযানে রাজস্থলী ক্যাম্পের কাছে তাই তং পাড়ার ডা. রেন নিন সোই মারমার ( উৎ. জধহ ঘরহ ঝড়ব গধৎসধ ) বাড়ি থেকে রাত ২টার সময় আটক করা হয়। সেই ওই বাড়ির একটি বন্ধ রুমে ছিল। আটককৃত অং ওয়াং রাখাইন (২০) মায়ানমারের নাগরিক বলে জানিয়েছে। তার হাত দুইটি কাটা দাগ রয়েছে। বোমার স্প্লিন্টারের আঘাতে তার হাতের অর্ধেকাংশ কাটা গেছে বলে তিনি জানান।   অভিযানে মায়ানমার সেনাবাহিনীর পোশাকের ৩০ ফুট লম্বা কাপড়, আরাকান আর্মি নামে বিচ্ছিন্নতবাদীর তিনসেট পোশাক, তিনটি মোটরসাইকেল, ২টি অ্যারাবিয়ান ঘোড়া, তিনটি ক্যামেরা, অত্যাধুনিক মোবাইল সেট, মায়ানামারের পাসপোর্ট ও একটি ইন্টারনেট ব্যবহারের মডেম উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অং ওয়াং রাখাইন জানান, আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি সমরযুদ্ধে অংশ নিতে না পারায় তাকে বেতন দিয়ে ছদ্মবেশে বসবাস করতে নির্দেশনা দেয় আরাকান বাহিনী।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1