সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তুরস্কে কুর্দি ও সেনা যোদ্ধাদের সংঘর্ষে নিহত ৭ জন

প্রকাশিত: ০২:৪৮ পিএম, আগস্ট ২৮, ২০১৫
একুশে সংবাদঃ তুরস্কের সশস্ত্র বাহিনী ও কুর্দিস্তান পিপলস পার্টির (পিকেকে) যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বে কুর্দি অধ্যুষিত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।   কর্তৃপক্ষ জানায়, সিরিয়ার সীমান্তে সেনাবাহিনীর একটি ঘাটিঁতে রকেট লঞ্জারসহ হামলা করে কুির্দ বিদ্রোহীরা। এ সময় সিজরে শহর ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। দয়ারবাকির প্রদেশে পিকেকের সাথে সংঘর্ষে এক সেনা নিহত হয়েছে।   এছাড়া তুরস্ক-ইরাক-ইরান সীমান্তের যুকসকোভা শহরের রাস্তায় রাতভর সেনা-পিকেকে বন্দুকযুদ্ধ হয়েছে। সেখানকার বাসিন্দা আব্দুল­াহ জায়দান বলেন, সেনারা আবাসিক এলাকায় শেল নিক্ষেপ করেছে। মারাত্মক আহত অনেককে বাড়িতে চিকিৎসা নিতে হচ্ছে।   তুরস্কের সামরিক বাহিনী ও কুর্দি বিদ্রোহীদের দেড় বছরের যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙ্গে যায়। জুলাইয়ের পর এ পর্যন্ত সংঘর্ষে ৮ শত বিদ্রোহী, ৬০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।   তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের তালিকায় পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন। ১৯৪৮ সালে পিকেকে স্বাধীন কুর্দিস্তানের জন্য লড়াই শুরু করার পর এপর্যন্ত প্রায় ৪০ হাজার কুর্দি নিহত হয়েছেন।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1