সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জবাব দিহিতা থাকলে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়তো না

প্রকাশিত: ০২:৩৩ পিএম, আগস্ট ২৮, ২০১৫
একুশে সংবাদঃ অবিলম্বে বিদ্যুত ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। শুক্রবার সকালে রাজধানীর চন্দিমা উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের কারামুক্ত নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি আহ্বান জানান। হাফিজ বলেন, 'দেশে আজ জবাবদিহিতা নেই বলেই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষ, কৃষক ও নিম্নআয়ের মানুষদের ওপর। তাই গ্যাস ও বিদ্যুতের বর্ধিতমূল্য অবিলম্বে সরকারকে প্রত্যাহার করে নেওয়া উচিৎ।' অভিযোগ করে তিনি বলেন, 'ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিনা ভোটে ক্ষমতা দখল করেছে। এর ফলে দেশে আজ গণতন্ত্রহীনতার সংস্কৃতি চালু হয়েছে। এখন আমরা কেউ সুস্থ সংস্কৃতির চর্চা করতে পারছি না।' এ সময় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এ নেতা। আগামী ১ সেপ্টেম্বর থেকে আরেক দফা বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। এবার বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ ও গ্যাসের দাম ২৬. ২৯ শতাংশ হারে বাড়িয়েছে সরকার । বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায়। এ সময় জানানো হয়, আগে যেখানে রান্নায় ব্যবহৃত একটি চুলার জন্য গ্রাহকরা মাসে ৪০০ টাকা বিল দিতেন, সেখানে এখন থেকে দিতে হবে ৬০০ টাকা। আর দুই চুলার ক্ষেত্রে আগের ৪৫০ টাকার জায়গায় এখন দিতে হবে ৬৫০ টাকা।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসনে/ ২৯.০৮.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1