সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইন্ডাস্ট্রিতে বাতিল ‘আন্ডারওয়েট’ মডেল

প্রকাশিত: ১১:২৫ এএম, আগস্ট ২৮, ২০১৫
একুশে সংবাদ : ডাক্তারিমতে ২০ বছর বা তার থেকে বেশি বয়সী নারী পুরুষের বডি মাস ইনডেক্স হওয়ার কথা ১৮.৫ থেকে ২৪. ৯৷ ১৯ বছর বয়সী সুইডেস মডেল অ্যাগনেস হেডেনগার্ড ঘুণাক্ষরেও ভাবেননি, এর থেকেও কম বডি মাস ইনডেক্স তাকা সত্ত্বেও তাঁকে বাদ যেতে হবে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে৷ কিন্তু যা ভাবেননি হল, তাইই৷ মাত্র ১৭.৫ বডি মাস ইনডেক্স নিয়েও ক্লায়েন্টেদের থেকে শুনতে হল তাঁর শরীর ‘টু বিগ’৷ আর তাই ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বাতিল হলেন তিনি৷   তাঁর ছবি অবশ্য অন্য কথা বলে৷ ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্য অনেক মডেলের মতোই তাঁর ফিগার৷ তিনি নিজেও জানাচ্ছেন, তাঁর বডি মাস ইনডেক্স ১৭.৫৷ ডাক্তারি হিসেবে তিনি ‘আন্ডারওয়েট’ হিসেবেই গণ্য হবেন৷ কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির নিয়মকানুন বোধহয় কিছু আলাদাই৷ ক্লায়েন্ট এবং এজেন্টরা বারবার তাঁকে বলতে থাকে তাঁর শরীর যথেষ্ঠ ভারী৷ সারা দুনিয়ার সামনে এ কথা বলেছেন অ্যাগনেস নিজেই৷ সম্প্রতি এক ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন, বড় বড় এজেন্সি তাঁর সঙ্গে কাজের জন্য যোগাযোগ করেছেন৷ কিন্তু তাঁর শরীরের ‘মেজারমেন্ট’ জানার পরই সকলেরই প্রতিক্রিয়া ‘টু বিগ’৷ অ্যাগনেস বলেছেন, ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তিনি পরিশ্রম করতে রাজি৷ তবে চাহিদা অনুসারে এবার তাঁকে ‘উপবাস’ করতে হবে৷   অ্যাগনেসের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নানা প্রশ্ন উঠেছে৷ ফ্যান্টাসিকে প্রশ্রয় দিতে দিতে গোটা মডেলিং দুনিয়া কি তবে আল্ট্রাথিন মডেলদেরই প্রাধান্য দিচ্ছে ক্রমশ? এই চাহিদাই নানা কঠিন শারীরিক সমস্যার দিকেও ঠেলে দিচ্ছে মডেলদের৷ তাহলে উপায় কি? প্রশ্ন আছে, তবে উত্তর নেই অ্যাগনেসের কাছে, ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছেও৷     একুশে সংবাদ ডটকম/এসএস/২৮.০৮.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1