সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১০:০০ এএম, আগস্ট ২৮, ২০১৫
একুশে সংবাদ : ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীর ওপর শাহবাজপুর সেতুর মাঝখানের তিনটি ক্ষতিগ্রস্ত গার্ডার মেরামতের জন্য আজ শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা এ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক, এন-০২) ৯৩ কিলোমিটার সড়কের তিতাস নদীর ওপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত স্প্যানে স্টিল সেতু (বেইলি সেতু) স্থাপন করা হবে। এ জন্য শুক্রবার সকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।   ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে শাহবাজপুর সেতুর মাঝখানের ভাঙা অংশে ১০০ ফুট দু্‌ই লেন বিশিষ্ট বেইলি সেতু বসানো হবে। এ জন্য আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। গত জানুয়ারি মাসে এ সেতুর মাঝখানের গার্ডারগুলোতে ভাঙন দেখা দেয়। একুশে সংবাদ ডটকম/এসএস/২৮.০৮.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1