সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জঙ্গিদের অর্থায়ন বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে: সুরঞ্জিত

প্রকাশিত: ০৫:০৪ পিএম, আগস্ট ২৪, ২০১৫
একুশে সংবাদ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় ও আন্তর্জাতিকভাবে জঙ্গিদের অর্থায়ন বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা জঙ্গি অর্থায়ন বন্ধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত জঙ্গি মূলোৎপাটন করা সম্ভব নয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি অর্থায়ন ঢুকছে। আর এ টাকার পরিমাণ একশ দুইশ টাকা নয়, হাজার হাজার কোটি টাকা।   সোমবার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।   আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।   আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করতে নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তিনি।   সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, এখনই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রথমে ছাত্রসংগঠনকে নীতিপরায়ণ করে তুলতে হবে। তাদের আদর্শের দিকে নিয়ে যেতে হবে। এ জন্য ছাত্রলীগের সাবেক নীতিপরায়ণ নেতা তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফ ও ওবায়দুল কাদেরের মতো নেতাদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে। তারা সারাদেশে ঘুরলেই ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনে শৃঙ্খলা, আদর্শ ও নীতিপরায়ণতা ফিরে আসবে বলেও মনে করে তিনি।     একুশে সংবাদ ডটকম/এসএস/২৪.০৬.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1