সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্থল নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে

প্রকাশিত: ০২:৫২ পিএম, আগস্ট ১, ২০১৫
একুশে সংবাদ : খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, গতকালের স্থল নিম্নচাপটি বাংলাদেশের মধ্যাঞ্চল ও তত্সংলগ্ন ফরিদপুর অঞ্চলে অবস্থান করছে। এটি আরো পশ্চিম দিকে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে খুলনা ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করে- বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র প্রবল রয়েছে।   খবর বাসসের। একুশে সংবাদ ডটকম/শান্ত/০১.০৮.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1