সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রী পারাপারের নৌযান বন্ধ

প্রকাশিত: ১১:৩৫ এএম, আগস্ট ১, ২০১৫
একুশে সংবাদ : নদী বন্দর গুলোতে ২ নং সতর্ক সংকেত ও পদ্মায় উত্তাল থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে ছোট-বড় লঞ্চ, সি-বোট ও ইঞ্জিন চালিত ট্রলার চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহনসহ যাত্রী পারাপার করছে ফেরিগুলো। বিআইডব্লিটিএ'র কর্মকর্তারা জানান, নদী বন্দরে ২নং সর্তক সংকেত ও পদ্মা নদীতে বড় বড় ঢেউ থাকায় শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ, সি-বোট, ইঞ্জিল চালিত নৌকা চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে কাওড়াকান্দি ঘাট থেকেও এসকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। আবহওয়া ভাল ও সতর্ক সংকেত উঠে গেলে নৌযান চলাচল করতে দেয়া হবে। তবে, যাত্রী সাধারণদের ফেরিতে করে চলাচলের জন্য ঘাট থেকে আমরা বলে দিচ্ছি।   একুশে সংবাদ ডটকম/শান্ত/০১.০৮.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1