সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

 কোমেন এখন নোয়াখালীতে

প্রকাশিত: ১১:৫০ এএম, জুলাই ৩১, ২০১৫
একুশে সংবাদ : শুক্রবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে উপকূলীয় আবহাওয়া পর্যবেক্ষণ ও রাডার চিত্র বিশ্লেষণ করে দেখা যায় যে, উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় ‘কোমেন’ উত্তর দিকে সরে গিয়ে আজ সকাল ৬ টায় সন্দ্বীপের নিকট দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে নোয়াখালী ও তৎসংলগ্ন স্থলভাগ এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে স্থলভাগের দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমূদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে আজ বিকেল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।     একুশে সংবাদ ডটকম/শান্ত/৩১.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1