সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেট্রোরেল নির্মাণ করবে জাইকা

প্রকাশিত: ০৭:২৯ পিএম, জুলাই ২৮, ২০১৫
একুশে সংবাদ : ঢাকা ইস্টার্ন বাইপাস ও মেট্রোরেল রুট-১ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। মঙ্গলবার জাইকার সদর দপ্তরে জাপান সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডোমিচি হিডেয়াকির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের এক বৈঠকে এ বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে। এর আগে বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা ইস্টার্ন বাইপাস ও মেট্রোরেল রুট-১ নির্মাণে অর্থায়নের প্রস্তাব ছাড়াও মেট্রোরেল রুট-৫, যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ, পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত চরজানাজত সংযোগ, ভাঙ্গা-ভাটিয়াপাড়া-কালনা সংযোগ সড়ক, পাঁচগাছি সেতু, সোনাপুর-সোনাগাজী-জোরারগাছ সড়ক নির্মাণে জাইকার মাধ্যমে জাপান সরকারের অর্থায়নের প্রস্তাব করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।

একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1