সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রকাশিত: ০১:২০ পিএম, জুলাই ২৮, ২০১৫
একুশে সংবাদ : সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫। মঙ্গলবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য এক র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়। র‌্যালির নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহম্মদ ছায়েদুল হক। পরে মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বুধবার কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো মজবুত ও স্বনির্ভর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশবাসীকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ের নানা কর্মসূচি গ্রহণ করেছে। মৎস্য সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার অনুষ্ঠিত র‌্যালিটি মৎস্য ভবন থেকে শিক্ষাভবন হয়ে প্রেসক্লাব পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। এসময় জানানো হয়, মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮ জন ব্যক্তি, প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৫ প্রদান করবেন প্রধানমন্ত্রী। পরে গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কর্মসূচির তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গনে অর্থমন্ত্রী পাঁচ দিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করবেন। কর্মসূচির চতুর্থ দিন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। পঞ্চম দিন শিশু একাডেমিতে বিষয়ভিত্তিক চিত্রাঙ্গণ প্রযোগিতা, বিভিন্ন স্থানে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ধর্মমন্ত্রী দুদিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন। মৎস্য সপ্তাহের ষষ্ঠদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘Codes of Conducts for Bangladesh Shrimps Industry’ বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। শেষদিন ৩ আগস্ট মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে। এ ছাড়া জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।         একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1