সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এখনই বাইশ গজে ফেরা হচ্ছে না শ্রীসন্থদের

প্রকাশিত: ১২:২০ পিএম, জুলাই ২৮, ২০১৫
  একুশে সংবাদ : আদালতের রায়ে মুক্ত হলেও এখনই বাইশ গজে ফেরা হচ্ছে না শ্রীসন্থ, চহ্বাণ ও চণ্ডীলার৷ শান্তাকুমারন শ্রীসন্থের মাঠে ফেরা নিয়ে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে সোমবার এমনটাই জানান বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর৷ ২০১৩ স্পট-ফিক্সিং মামলায় উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না-থাকায় রাজস্থান রয়্যালসের তিন অভিযুক্ত ক্রিকেটার শান্তকুমারন শ্রীসন্থ, অঙ্কিত চহ্বাণ এবং অজিত চাণ্ডীলাকে মুক্ত করে পাতিয়াল কোর্ট৷ কিন্তু এখনই শ্রীসন্থদের আজীবন নির্বাসনের বাধা কাটছে না৷ অনুরাগ বলেন, ‘ফৌজদারি মামলার রায় ও শৃঙ্খলারক্ষা কমিটির শাস্তি এক রকম নয়৷ শ্রীসন্থ, চহ্বাণ ও চণ্ডীলার শাস্তি নিয়ে সিদ্ধান্ত নেবে শৃঙ্খলারখা কমিটি৷’ সোমবার কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টিসি ম্যাথিউজ জানান, ‘কেরলের হয়ে খেলার জন্য শ্রীসন্থকে বোর্ডের আবেদনে সারা দেয়৷’ শ্রীসন্থ ও চহ্বাণকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করে বোর্ড৷ কিন্তু শৃঙ্খলারক্ষা কমিটির সামনে চণ্ডীলা বক্তব্য না-দেওয়ায় এখনও রয়্যালস স্পিনারের বিরুদ্ধে কোনও শাস্তি হয়নি৷     একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1