সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোদী সরকার নয়, বেহাল মুম্বইয়ে নিরাশ নেহা

প্রকাশিত: ১২:০৪ পিএম, জুলাই ২৮, ২০১৫
একুশে সংবাদ : টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল মুম্বইয়ের জনজীবন। যে কারণে মোদী সরকারের উপর রুষ্ট বলি সুন্দরী নেহা ট্যুইটারে লিখেছিলেন, ‘বৃষ্টিতে থমকে আছে শহর। ভাল সরকার মানে সেলফি তোলা আর সকলকে যোগ করতে উৎহিত করা নয়, বরং সাধারণ মানুষকে নিরাপদ রাখাই তাদের কাজ।’ মোদী সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছেন নেহা। নেহার বিপরীতে গিয়ে অনেকে অবুজ বলেছেন। তবে এবার নিজের ট্যুইটের পরিপ্রেক্ষিতে মুখ খুললেম নেহা। বললেন, “কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা তাঁর উদ্দেশ্য ছিল না। এটা মুম্বই শহরের প্রতি আমার নিরাশা”। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। রাস্তায় জল জমে থাকায় শ্লথগতিতে এগচ্ছে গাড়ি। কোথাও আবার গাড়ি যাওয়ার অবস্থাও নেই। এককথায় যানজটে আটকে সাধারণ মানুষ। আর এমন সময়ে নাগরিকদের পাশে থাকাই সরকারের কর্তব্য। কিন্তু সে দিকে কোনও নজরই নেই বিজেপি সরকারের। অথচ ‘যোগ দিবস’-এ শরীরচর্চা থেকে মেয়ের সঙ্গে সেলফি তুলে, ট্যুইটারে পোস্ট করতে বেশ উদ্যোগী এই সরকার। কিন্তু সেলফি আর যোগ দিয়ে মাতিয়ে রাখাটা প্রকৃত সরকারের কাজ নয়। বরং নাগরিকদের নিরাপদে রাখাটাই তাদের দায়িত্ব। মোদী সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বলিউডের নায়িকা নেহা ধুপিয়া। যদিও সামনাসামনি নেহা সমর্থন না পেলেও পরোক্ষে অনেকেই নায়িকার সঙ্গে সহমত পোষণ করেছেন।       একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫    

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1