সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ

প্রকাশিত: ১০:১৫ এএম, জুলাই ২৮, ২০১৫
একুশে সংবাদ : আগামী ১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। সোমবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক নিরাপত্তা বিধানে এ আদেশ ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত ২২ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে এক সভায় মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়। অটোরিকশার কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে সম্প্রতি আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ওই বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘মহাসড়কে নতুন উপসর্গ সিএনজি অটোরিকশা, যা সেকেন্ডের মধ্যে দুর্ঘটনায় পড়ে। এগুলো মহাসড়কে খুব বেশি হারে চলে এসেছে। এ সকল অটোরিকশা দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই দুর্ঘটনা রোধে মহাসড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ উল্লেখ, গত বছর হাইকোর্ট বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি না চালানোর নির্দেশ দেয়। গত ঈদের আগে-পরের কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়ার কথা জানান মন্ত্রী ওবায়দুল কাদের।       একুশে সংবাদ ডটকম/শান্ত/২৮.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1