সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবারও কমলো সূচক-লেনদেন

প্রকাশিত: ১০:৪৪ পিএম, জুলাই ২৭, ২০১৫
ঢাকা: টানা ঊর্ধ্বমুখিতার পর নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) উভয় শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ১১ পয়েন্ট। অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ২৬ পয়েন্ট। অপরদিকে ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় শত কোটি টাকার উপরে। আগের দিন রোববার (২৬ জুলাই) এই বাজারটিতে লেনদেন কম হয়েছিলো ৫৯ কোটি টাকা। আর সিএসইতে সোমবার লেনদেন কম হয়েছে ৭ কোটি টাকার ওপরে। এর আগে গত ২৩ জুলাই পর্যন্ত টানা ৯ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে উভয় শেয়ারবাজার। এ সময় উভয় বাজারে লেনদেনের গতিও বেশ বেড়ে যায়। ৪শ’ কোটি টাকার ঘরে ঘুরপাক খাওয়া ডিএসইর লেনদেন চলে আসে ৮শ’ কোটি টাকার ঘরে। সোমবার লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর হারানোর কারণে ডিএসইতে মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। লেনদেনের প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে কমে ১৮ পয়েন্ট। এরপর সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের স্থানে চলে আসে। বেলা ১১টা ১৩ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। অবশ্য এ পর্যায়ে ৫ মিনিটের ব্যবধানেই আবার ঋণাত্মক হয়ে পড়ে সূচক। এরপর লেনদেনের শেষ পর্যন্ত আর ধনাত্মক হয়নি ডিএসইর মূল্য সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে আগের দিনের তুলনায় কমে যায় ৩ পয়েন্ট। দুপুর ১২ টায় কমে ১১ পয়েন্ট, সাড়ে ১২ টায় কমে ১১ পয়েন্ট, দুপর ১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের স্থানে চলে আসে। দুপুর দেড়টায় ডিএসইএক্স সূচক কমে ৯ পয়েন্ট, ২টায় কমে ১৬ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮২ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ২৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১০৬ কোটি ৬৬ লাখ টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৪৯টি ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে, লাফার্জ সুর্মা সিমেন্ট, আরএকে সিরামিক, ডেস্কো, স্কয়ার ফার্মা, এসপিসিএল, এসিআই, বিএসআরএম, জিপি, অলেম্পিক এক্সসরিজ ও কেপিসিএল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টি, কমেছে ১৩৫টি ও অপরিবর্তীত রয়েছে ২৩টি।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1