সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার আকাশে উড়বে গাড়ি! (ভিডিওসহ)

প্রকাশিত: ০১:১৬ পিএম, জুলাই ২৪, ২০১৫
একুশে সংবাদ : যানজট এক বিরাট সমস্যা। একটু বেশি সময় যানজটে পড়লেই মনে হয়, ইস্ গাড়ির যদি পাখা থাকতো! তাহলে এখন উড়েই চলে যাওয়া যেতো!   প্রযুক্তির ক্রমবিকাশে এ কল্পনারও হয়েছে অবসান। যুক্তরাষ্ট্রভিত্তিক করপোরেশন টেরাফুজিয়া প্রকাশ করেছে নতুন এক ধরনের গাড়ির ডিজাইন। যা রাস্তায় তো চলবেই, উড়তে পারবে আকাশেও! car1_629863265 চার সিট বিশিষ্ট টিএফ-এক্স নামের উড়ন্ত এ গাড়িটির পাখার শেষ প্রান্তে সংযুক্ত দুটি বৈদ্যুতিক মোটর রয়েছে। এই মোটর গাড়িটিকে লম্বালম্বী থেকে আনুভূমিক গতিতে চলতে সাহায্য করবে। রাস্তায় চলার সময় পাখা দুটি ভাঁজ করে রাখা যাবে বলে জানিয়েছে টেরাফুজিয়া করপোরেশন।   তিনশো এইচপি ইঞ্জিনে চালিত এ গাড়িটির চালিকাশক্তি ডাক্ট ফ্যান নিয়ন্ত্রিত। আটশো পাঁচ কিলোমিটার ওড়াসহ (ফ্লাইট রেঞ্জ) ঘণ্টায় তিনশো ২২ কিলোমিটার যেতে পারবে টিএফ-এক্স। উড়ন্ত গাড়ির কথা শুনে অনেকের মনেই আসতে পারে নানা রকম প্রশ্ন। কিন্তু মজার ব্যাপার হলো উড়ন্ত এ গাড়ি চালানো খুব সহজ। কারণ কম্পিউটার নিয়ন্ত্রিত বলে ওড়ার আগে গাড়িতে চড়ে গন্তব্য টাইপ করে দিলেই দিব্যি জায়গামতো পৌঁছে যাবে। পথিমধ্যে থামতে চাইলেও ক্ষতি নেই। অবতরণের নিরাপদ জায়গা দেখে নির্দেশ দিলেই ল্যান্ড করবে উড়ন্ত এ গাড়ি। car2_298005736 অন্যান্য সাধারণ গাড়ির মতো টিএফ-এক্স রাখা যাবে বাড়ির গ্যারেজে। রানওয়ে ছাড়াই সে উড়তে পারবে। টিএফ-এক্সের সর্বশেষ মডেলটি উত্তর যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ওশকশে এক্সপেরিমেন্টাল অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল ফ্লাই-ইন এ উন্মোচন করা হয়েছে। car4_893786181 টেরাফুজিয়া নিজেও একটি নতুন অ্যানিমেশন তৈরি করেছে। সেখানে দেখানো হচ্ছে- কীভাবে টিএফ-এক্স রাস্তায় ও আকাশপথে পরিচালনা করতে হয়। মাসাচ্যুসেটস ভিত্তিক প্রতিষ্ঠান টেরাফুজিয়া জানায়, টিএফ-এক্স এর উন্নয়নে লেগে যাবে আরও অ‍াট থেকে ১২ বছর। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ কম্পানিটি ট্রানজিশন নামে দুই সিটের একটি উড়ন্ত গাড়ির মডেল প্রকাশ করে। চলতি বছরের শেষের দিকে গাড়িটি বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর দাম দুই লাখ ৭৯ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ১৭ লাখ।   https://www.youtube.com/watch?v=WUgsyYotLkQ একুশে সংবাদ ডটকম/শান্ত/২৪.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1