সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্পট মার্কেট থেকে শাহজিবাজার পাওয়ারকে অব্যাহতি

প্রকাশিত: ০৪:২৯ পিএম, জুলাই ১৪, ২০১৫
একুশে সংবাদ : স্পট মার্কেট থেকে শাহজিবাজার পাওয়ারকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৫৫১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্পট মার্কেট থেকে অব্যাহতি পাওয়ায় শাহজিবাজার পাওয়ারের শেয়ার নিয়মিত বা সাধারন মার্কেটে লেনদেন হবে। তবে কোম্পানিটির শেয়ার নন-মার্জিনেবল থাকবে। উল্লেখ্য ২০১৪ সালের ১৮ নভেম্বর বিএসইসির ৫৩২তম কমিশন সভায় শাহজিবাজার পাওয়ারকে স্পট মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। এ ছাড়া ওইদিনে কোম্পানিটির শেয়ারকে নন-মার্জিনেবল হিসেবে ঘোষণা করা হয়। এ দুই সিদ্ধান্ত ২০১৪ সালের ১৯ নভেম্বর থেকে কার্যকর ছিল। এর আগে ২০১৪ সালের ১১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য শাহজিবাজার পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বিএসইসির তদন্তে সহায়তা ও বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়। ঐ সময় প্রায় দুই মাস শাহজিবাজার পাওয়ারের শেয়ার লেনদেন বন্ধ ছিল । শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি, আর্থিক প্রতিবেদনে গরমিল ও মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না করার কারণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ কোম্পানির বিষয়ে একাধিকবার পদক্ষেপ নিয়েছে।     একুশে সংবাদ ডটকম/শান্ত/১৪.০৭.০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1