সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কলা থেকে শিল্পকলা!

প্রকাশিত: ০১:১৬ পিএম, জুলাই ৭, ২০১৫
একুশে সংবাদ : কলা থেকে শিল্পকলা! মানে বলতে চাচ্ছি আমরা যে কলা খাই তাকে যদি শিল্পকলায় রূপান্তর করা যায় তবে কেমন হয়! সম্প্রতি ইকো আর্ট স্পেশালিস্ট ড্যান ক্রিটু তার নতুন প্রজেক্ট সম্পন্ন করেছেন। ফুড স্কাল্পচার শিল্পী ড্যানের এই নতুন প্রজেক্টের বিষয়বস্তু কলা! 1_552255538 কলার ওপর ছুরি দিয়ে নকশা কেটে রং করা হয়েছে। কলার শেপ অপরিবর্তিত রেখে অর্থাৎ, না কেটে স্বতন্ত্র ডিজাইন ফুটিয়ে তুলেছেন তিনি। 2_288157809 রোমানিয়াবাসী ড্যান পেশাদার আলোকচিত্রী। কিন্তু এ পর্যন্ত তিনি বিভিন্ন ফুড ডাই আর্ট প্রজেক্ট হাতে নিয়েছেন। 3_395023281 ড্যান ক্রিটু জানান, আমি নিজেকে চিত্রশিল্পী ভাবতে ভালোবাসি। শৈল্পিক প্রকাশভঙ্গিতে আমি সবসময় ভিন্ন মাধ্যম খোঁজার চেষ্টা করি। 4_607274768 সম্প্রতি ড্যান ক্রিটুর কলায় করা ডিজাইগুলোর ছবি প্রকাশ পেয়েছে একটি জনপ্রিয় ওয়েবসাইটে। 5_258114321 কলায় বাহারি রং করে ঘন পাতা, ত্রিভুজ, বহুভুজ ও নানা রকম ডিজাইনে কার্ভ করা হয়েছে। 6_949504542 এর আগে ড্যানের প্রোজেক্টগুলোতে ছিলো ফল, সবজি ও অন্যান্য ফুড আইটেমে তৈরি হার্ড ডিভাইস, খেলার সামগ্রী, পশু-পাখি ইত্যাদি।   তথ্যসূত্র: ইন্টারনেট। একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০৭/০৭/১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1