সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘুরে দাঁড়ায়নি পুঁজিবাজার

প্রকাশিত: ১২:৩১ পিএম, জুলাই ৭, ২০১৫
একুশে সংবাদ :আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মানুষ যখন ঈদের আনন্দে মেতেছে তখন বিনিয়োগকারীদের ঘরে নেই ঈদের আনন্দ। প্রায় ৫ বছর ধরে পুঁজিবাজারে দরপতন চলছে। এক সময় জমিজমা বিক্রি করে, ধার দেনা করে, কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করার পর এখন ওরা নিঃস্ব। জানা গেছে, বিনিয়োগকারীদের মধ্যে অনেক তরুণ এতটাই হতাশ যে তাদের কেউ কেউ মাদকাসক্ত হয়ে অপরাধপ্রবণ হয়ে পড়ছেন। কেউ কেউ ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে যাচ্ছেন। বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক অস্থিরতা নেই তার পরও দরপতন চলছে। বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতার নেই তারপরও বাজার ভালো না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা। সামনে ঈদ অথচ বিনিয়োগকারীদের ঘরে ঈদের আনন্দ নেই। বাজারের স্বাভাবিক গতিবিধি বজায় রাখার ক্ষেত্রে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বেশ কিছু পদক্ষেপ নিলেও বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। ২০১০ সালে ৫ ডিসম্বর ডিএসইর সূচক ছিল ৮ হাজার ৯১৮ পয়েন্ট থেকে নেমে এখন ৪ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে। এতে লাখ লাখ বিনিয়োগকারীর পুঁজি হারানোর ক্ষত বা তাদের পরিবার পরিজনের সঙ্গে সামাজিক বন্ধন নিয়ে টানাপড়েন শুরু হয়। টানাপড়েনের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে ঈদুল ফিতরের আগে বাজারের নেতিবাচক প্রবণতা। এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, এখন বিনিয়োগের উপযুক্ত সময়। তার ভাষায়, ঈদের পর পুঁজিবাজার ভালো হবে। বাজার পড়ার কারণ জানতে চাইলে হাফিজ বলেন, বাংলাদেশ ব্যাংক সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় পুঁজিবাজারে পতন হচ্ছে। একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০৭/০৭/১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1