সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজব কিসিমের রেকর্ড

প্রকাশিত: ০২:১২ পিএম, জুলাই ৪, ২০১৫
একুশে সংবাদ : আজব ঘটনার শেষ নেই এই পৃথিবীতে। কেউ কান দিয়ে বেলুন ফুলায়, আবার কেউ চোখ দিয়ে পানির বদলে বের করে দুধ। আবার কেউ অন্ধ হয়েও চক্ষুষ্মান মানুষের মতো রাস্তায় চালায় বাইসাইকেল। পৃথিবীতে এমন সব আজব ঘটনার প্রেক্ষিতে হয়ে যায় বিশ্বরেকর্ড। এমন আজব রেকর্ড যারা পৃথিবীতে ঘটাচ্ছেন বা গড়েছেন তাদের নিয়েই এ আয়োজন।     সবচেয়ে বড় মুখওয়ালা মানুষ: মুখ আমাদের সৌন্দর্যের অপরিহার্য অংশ। আর এই মুখের সৌন্দর্য বাড়াতে আমাদের কত কী করা? কেউ এই মুখ দিয়ে কথা বলেই ফেনা তুলে ফেলছেন, কেউ আবার এই মুখ আর মুখের অংশ জিহ্বা দিয়ে করছেন বিশ্ব রেকর্ড। খাবারের ব্যাপারে মুখের ব্যবহার বেশি হলেও এই মুখ নিয়েও রয়েছে বিশ্ব রেকর্ড। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তার বিশাল আকৃতির মুখ নিয়ে এই রেকর্ড। তিনি এতবড় ‘হা’ করতে পারেন যা অবাক করার মতো।   অ্যাগালোর ২০ বছর বয়সী ফ্রান্সিসকো ডুমোনগো এই রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি প্রায় ৬.৭ ইঞ্চি পর্যন্ত তার মুখ প্রশস্ত করতে পারেন। আরো মজার ব্যাপার হলো, তিনি তার মুখে একটা কোকাকোলার ক্যান ঢুকিয়ে নিতে পারেন। শুধু ক্যান নয়, তিনি ছোটখাটো একটা বিড়ালের বাচ্চাও তার মুখে ঢুকিয়ে রাখতে পারেন। আর এই বিশাল প্রস্থের মুখ নিয়ে আর ভৌতিক অঙ্গভঙ্গি রীতিমতো মানুষকে তাক লাগিয়ে দেয়।   সবচেয়ে লম্বা নাকের মানুষ: নাক নিয়ে কি গবেষণার শেষ আছে। কারো নাক বড়সড় আবার কারো নাক অনেক ছোট আর এই নাকের কথা যখন আসে তখন মনে পড়ে নাক তো আমাদের অনেক কাজেই লাগে। গন্ধ শোঁকার কাজে লাগে আর শ্বাস-প্রশ্বাস নেয়ার কাজে নাক মূলত ব্যবহার করা হয়। আবার নাক মানুষের মুখের সৌন্দর্য বাড়ায়। ৮.৮ সে.মি. উচ্চতার নাক নিয়ে তুর্কির মেহমিত আজরিকু নামে এক লোক এই রেকর্ড গড়েন। বিশাল লম্বা নাকের অধিকারী এই মানুষটি তার নাকের জন্য নিজেকে ধন্য মনে করেন।   সবচেয়ে লম্বা চুলওয়ালা নারী: চুল নিয়েই সবসময় হয় চুলাচুলি। আর মেয়ে মানুষের চুল একটু বড় হলেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। আবার অনেকে চুল নিয়ে চিন্তায় পড়ে যান। যার যত বড় চুল তার তত সমস্যা। এ ছাড়া চুল নিয়ে ফ্যাশনেরও শেষ নেই পৃথিবীতে। কেউ কোমর পর্যন্ত চুল রাখেন আবার কেউ কেউ চুল রাখেন কাঁধ বরাবর কিন্তু চায়নার এক মহিলা দীর্ঘ প্রায় ৫.৬৩ মিটার (১৮ ফিট ৫.৫৪ ইঞ্চি) চুল রেখে রেকর্ড সৃষ্টি করেছেন। কিউআপিং নামের ৩১ বয়সী এই মহিলা অনেক আরাধনা করে এতবড় চুল তিলে তিলে গড়েছেন। যখন তার ১৩ বছর বয়স তখন থেকে তিনি তার মাথার চুল কাটেননি। তবে এর আগে ডাই নামের আরেক চায়না মহিলা ৪.২ মিটার লম্বা চুল রেখে রেকর্ড গড়েছিলেন।   সবচেয়ে বড় কুকুর: প্রভুভক্ত প্রাণীর মধ্যে কুকুর অন্যতম। অনেকেই বাড়িতে কুকুর পোষেণ শখ করে। তবে যারা একটু শৌখিন তারা অনেকেই বিদেশি কুকুরও বাড়িতে পোষেণ। এই কুকুর নিয়েও রেকর্ড আছে। যে কুকুর রেকর্ড করেছে পৃথিবীর সবচেয়ে বড় কুকুর হিসেবে সেটিকে হুট করে দেখলে ঘোড়ার মতো মনে হবে। তবে এটি আসলে ব্লু গেট ডেইন প্রজাতির নিরীহ একটি কুকুর। কুকুরের নাম জর্জ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসক্যানে ডেভিড ও ক্রিস্টিন নাসেরের সঙ্গে থাকে। পা থেকে পিঠ পর্যন্ত উচ্চতা ৪৩ ইঞ্চি। আর নাক থেকে লেজ হলো সাত ফুট তিন ইঞ্চি। দেড় মাস বয়স থেকেই এই কুকুরটি নাসের পরিবারের সঙ্গে রয়েছে। চার বছরে এর ওজন দাঁড়িয়েছে ১১১ কেজি। জর্জের খিদেটাও রাজকীয়। সপ্তাহে খাবার লাগে ৫০ কেজি।   আজব ঘটনার শেষ নেই এই পৃথিবীতে। কেউ কান দিয়ে বেলুন ফুলায়, আবার কেউ চোখ দিয়ে পানির বদলে বের করে দুধ। আবার কেউ অন্ধ হয়েও চক্ষুষ্মান মানুষের মতো রাস্তায় চালায় বাইসাইকেল। পৃথিবীতে এমন সব আজব ঘটনার প্রেক্ষিতে হয়ে যায় বিশ্বরেকর্ড। এমন আজব রেকর্ড যারা পৃথিবীতে ঘটাচ্ছেন বা গড়েছেন তাদের নিয়েই এ আয়োজন। সবচেয়ে বড় মুখওয়ালা মানুষ: মুখ আমাদের সৌন্দর্যের অপরিহার্য অংশ। আর এই মুখের সৌন্দর্য বাড়াতে আমাদের কত কী করা? কেউ এই মুখ দিয়ে কথা বলেই ফেনা তুলে ফেলছেন, কেউ আবার এই মুখ আর মুখের অংশ জিহ্বা দিয়ে করছেন বিশ্ব রেকর্ড। খাবারের ব্যাপারে মুখের ব্যবহার বেশি হলেও এই মুখ নিয়েও রয়েছে বিশ্ব রেকর্ড। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তার বিশাল আকৃতির মুখ নিয়ে এই রেকর্ড। তিনি এতবড় ‘হা’ করতে পারেন যা অবাক করার মতো।   অ্যাগালোর ২০ বছর বয়সী ফ্রান্সিসকো ডুমোনগো এই রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি প্রায় ৬.৭ ইঞ্চি পর্যন্ত তার মুখ প্রশস্ত করতে পারেন। আরো মজার ব্যাপার হলো, তিনি তার মুখে একটা কোকাকোলার ক্যান ঢুকিয়ে নিতে পারেন। শুধু ক্যান নয়, তিনি ছোটখাটো একটা বিড়ালের বাচ্চাও তার মুখে ঢুকিয়ে রাখতে পারেন। আর এই বিশাল প্রস্থের মুখ নিয়ে আর ভৌতিক অঙ্গভঙ্গি রীতিমতো মানুষকে তাক লাগিয়ে দেয়।   সবচেয়ে লম্বা নাকের মানুষ: নাক নিয়ে কি গবেষণার শেষ আছে। কারো নাক বড়সড় আবার কারো নাক অনেক ছোট আর এই নাকের কথা যখন আসে তখন মনে পড়ে নাক তো আমাদের অনেক কাজেই লাগে। গন্ধ শোঁকার কাজে লাগে আর শ্বাস-প্রশ্বাস নেয়ার কাজে নাক মূলত ব্যবহার করা হয়। আবার নাক মানুষের মুখের সৌন্দর্য বাড়ায়। ৮.৮ সে.মি. উচ্চতার নাক নিয়ে তুর্কির মেহমিত আজরিকু নামে এক লোক এই রেকর্ড গড়েন। বিশাল লম্বা নাকের অধিকারী এই মানুষটি তার নাকের জন্য নিজেকে ধন্য মনে করেন।   সবচেয়ে লম্বা চুলওয়ালা নারী: চুল নিয়েই সবসময় হয় চুলাচুলি। আর মেয়ে মানুষের চুল একটু বড় হলেই সবাই তার দিকে তাকিয়ে থাকে। আবার অনেকে চুল নিয়ে চিন্তায় পড়ে যান। যার যত বড় চুল তার তত সমস্যা। এ ছাড়া চুল নিয়ে ফ্যাশনেরও শেষ নেই পৃথিবীতে। কেউ কোমর পর্যন্ত চুল রাখেন আবার কেউ কেউ চুল রাখেন কাঁধ বরাবর কিন্তু চায়নার এক মহিলা দীর্ঘ প্রায় ৫.৬৩ মিটার (১৮ ফিট ৫.৫৪ ইঞ্চি) চুল রেখে রেকর্ড সৃষ্টি করেছেন। কিউআপিং নামের ৩১ বয়সী এই মহিলা অনেক আরাধনা করে এতবড় চুল তিলে তিলে গড়েছেন। যখন তার ১৩ বছর বয়স তখন থেকে তিনি তার মাথার চুল কাটেননি। তবে এর আগে ডাই নামের আরেক চায়না মহিলা ৪.২ মিটার লম্বা চুল রেখে রেকর্ড গড়েছিলেন।   সবচেয়ে বড় কুকুর: প্রভুভক্ত প্রাণীর মধ্যে কুকুর অন্যতম। অনেকেই বাড়িতে কুকুর পোষেণ শখ করে। তবে যারা একটু শৌখিন তারা অনেকেই বিদেশি কুকুরও বাড়িতে পোষেণ। এই কুকুর নিয়েও রেকর্ড আছে। যে কুকুর রেকর্ড করেছে পৃথিবীর সবচেয়ে বড় কুকুর হিসেবে সেটিকে হুট করে দেখলে ঘোড়ার মতো মনে হবে।   তবে এটি আসলে ব্লু গেট ডেইন প্রজাতির নিরীহ একটি কুকুর। কুকুরের নাম জর্জ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসক্যানে ডেভিড ও ক্রিস্টিন নাসেরের সঙ্গে থাকে। পা থেকে পিঠ পর্যন্ত উচ্চতা ৪৩ ইঞ্চি। আর নাক থেকে লেজ হলো সাত ফুট তিন ইঞ্চি। দেড় মাস বয়স থেকেই এই কুকুরটি নাসের পরিবারের সঙ্গে রয়েছে। চার বছরে এর ওজন দাঁড়িয়েছে ১১১ কেজি। জর্জের খিদেটাও রাজকীয়। সপ্তাহে খাবার লাগে ৫০ কেজি।   একুশে সংবাদ/এম/ইয়াসমিন/০৪/০৭/১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1