সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘বাণিজ্যিক ধারার ছবিতেই কাজ করার ইচ্ছা আমার’

প্রকাশিত: ০৫:৪৮ পিএম, মে ৩০, ২০১৫
একুশে সংবাদ :প্রথম প্রেমের ব্যাপারটি একেবারেই আলাদা। জীবনের প্রথম কোন ছেলেকে যদি একটি মেয়ে ভালবেসে থাকে তাকে কিছুতেই ভুলতে পারে না। আজীবন তার কথা মনে থাকে। আর প্রেম চলাকালীন তাকে পাওয়ার তাড়না অনেক বেশি থাকে। কিন্তু যদি ছেলেমেয়ে দুজনই ভিন্ন ধর্মের হয়ে থাকে তাহলে আপন করে পাওয়াটা আরও কঠিন হয়ে পড়ে। ভালবাসার সম্পর্কে নেমে আসে বড় বিপর্যয়। আর সেই সমস্যারই সম্মুখীন হতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খ্রিষ্টান পরিবারের মেয়ে হয়ে ভালবেসেছেন মুসলিম ছেলে সীমান্তকে। এ সম্পর্ক পরিবার মেনে নেবে কিনা তা নিয়ে খুবই সংশয়ে রয়েছেন প্রভা। কিন্তু প্রথম প্রেম কি করে ভুলে যাবেন তিনি? সীমান্তকে ছাড়া যে আর কিছুই ভাবতে পারছেন না প্রভা। তবে তার এ সমস্যা বাস্তবের নয়। অনুরূপ আইচের রচনা ও এহসান এলাহী বাপ্পির পরিচালনায় নতুন ধারাবাহিক ‘মন পবনের নাও’-এ এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকটির গল্প খুবই ভাল লেগেছে। মানুষের জীবনে প্রেম নিয়ে অনেক জটিলতা আসে। সমস্যার শেষ থাকে না। প্রেম নিয়ে নানা ট্র্যাজেডি এ নাটকে দেখা যাবে। দর্শকের জন্য বিশেষ কিছু চমক থাকছে নাটকটিতে। আশা করছি সবার ভাল লাগবে। প্রভা ছাড়া এতে আরও অভিনয় করবেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ঝুনা চৌধুরী, হিল্লোল, লারা লোটাস, আরফান, আরজে নীরবসহ অনেকে। একুশে টেলিভিশনে প্রচারের লক্ষ্যে আগামী মাস থেকে রাজধানীর উত্তরায় নাটকটির নির্মাণ কাজ শুরু হবে বলে প্রভা জানান। এদিকে বর্তমানে বেশ কিছু ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। আর ‘স্বর্ণলতা’, ‘দহন’, ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নামের এ ধারাবাহিকগুলোর পাশাপাশি আরও কিছু নতুন কাজ করার কথা রয়েছে বলে জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এ মুহূর্তে আপাতত কোন বিজ্ঞাপনে কাজ করছেন না প্রভা। তবে ভাল পণ্য ও নির্মাতা পেলে আবারও মডেলিংয়ে নিয়মিত হবেন তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, এখন বিজ্ঞাপনের কাজ করছি না। অনেক প্রস্তাব পাই। কিন্তু পছন্দ না হওয়ায় কাজ করা হয়ে ওঠে না। নাটকের কাজেই বেশি সময় দিচ্ছি। টিভি পর্দায় নিয়মিত দেখা গেলেও চলচ্চিত্রে এখনও অভিনয় করা হয়নি প্রভার। কিছুদিন আগেও শোনা গেছে বড় পর্দায় আসছেন তিনি। একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে নির্মাতার। শুধু তাই নয়, চুক্তিবদ্ধও হয়েছেন। তবে বিষয়টি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ প্রসঙ্গে প্রভা জানান, আমি ছবিতে অভিনয় করলে সেটা তো জানিয়েই করবো। এ নিয়ে এত কানাঘুষার কিছু নেই। চারদিকে বিষয়টি এমনভাবে ছড়িয়েছে যে অনেক বড় কোন ঘটনা ঘটেছে। একজন অভিনয়শিল্পী হিসেবে চলচ্চিত্রে আসার ইচ্ছা থাকতেই পারে। অন্য তারকাদের মতো প্রভাও চান বড় পর্দায় অভিনয় করতে। তবে সেটা বুঝে-শুনে। অর্থাৎ ভাল গল্প, চরিত্র কিংবা সহশিল্পী- এসবের সমন্বয়ে একটি পরিপূর্ণ বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করতে চান টিভি নাটকের জনপ্রিয় এ অভিনেত্রী। এ প্রসঙ্গে প্রভা বলেন, একটি ভাল গল্প, চরিত্র আর সহশিল্পী মনের মতো হলে কাজ করবো। চলচ্চিত্র হলো সবচেয়ে বড় মাধ্যম। এখানে কাজ করার স্বপ্ন সবারই থাকে। আমারও রয়েছে। বাণিজ্যিক ধারার ছবিতেই কাজ করার ইচ্ছা আমার। ব্যাটে বলে মিলে গেলে আর দেরি করবো না।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1