সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তালায় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে এমপির নিকট স্মারকলিপি

প্রকাশিত: ০৫:১০ পিএম, মে ৩০, ২০১৫
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ অন্ত্যজ/দলিত জনগোষ্ঠীর লোক। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মত এই অঞ্চলের তথাকথিত দলিত সম্প্রদায়ভূক্ত জনগোষ্ঠী মান-মর্যাদা, অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, দক্ষতা, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক স্বচ্ছলতা, জলাবদ্ধতা, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে সবচেয়ে বেশী পিছিয়ে আছে এ সকল জনগোষ্ঠীর সদস্যরা। এই জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আগামী জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা ও বরাদ্দকৃত বাজেটে উক্ত জনগোষ্ঠীর উন্নয়নে ব্যয় করা, ইউপিআর দ্বিতীয় চক্রের সুপারিশ সমূহ বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং বৈষম্য বিলোপ আইন-২০১৪ খসড়া আইনের প্রয়োজনীয় সংশোধনী এনে দ্রুত আইনটি প্রনয়ণ ও কার্যকর করার দাবিতে স্থানীয় (তালা-কলারোয়) সংসদ সদস্যর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। তালাস্থ বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন ও দাতা সংস্থা একশন এইড বাংলাদেশ’র সহযোগীতায়, কেন্দ্রীয় অন্ত্যজ পরিষদ’র পক্ষ থেকে গত বৃহস্পতিবার উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। কেন্দ্রীয় অন্ত্যজ পরিষদের সভাপতি ইমদাদুল হকের নেতৃত্বে এসময় পরিষদের নেতা বাসুদেব দাস, নীলকমল দাস ও প্রবীর দাস প্রমুখ উপস্থিত ছিলেন ।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1