সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সু চিকে দালাই লামার আহ্বান

প্রকাশিত: ১১:১৯ এএম, মে ২৯, ২০১৫
একুশে সংবাদঃমিয়ানমারের বিরোধী দলীয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে দেশটির সংখ্যালঘু নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্ম্যাত্মিক নেতা দালাই লামা। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী সু চির প্রতি জানানো আহ্বানে একই সম্মাননায় ভূষিত দালাই লামা বলেছেন, তিনি এ ইস্যুতে কিছু করতে পারেন। তাকে অবশ্যই জোর গলায় কথা বলতে হবে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। ২০১২ সাল থেকে ব্যক্তিগতভাবে এ পর্যন্ত সু চিকে ২ বার এ আহ্বান জানিয়েছেন বলে জানান দালাই লামা। সে সময় মিয়ানমারের রাখাইন প্রদেশে ভয়াবহ জাতিগত দাঙ্গা বাধে এবং বহু রোহিঙ্গা প্রাণ হারান। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবেন দালাই লামা। তার আগে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমি আশা করি মিয়ানমারের ঘটনায় অং সান সু চি, একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব হিসেবে কিছু করতে পারেন। তিনি বলেন, আমি সু চির সঙ্গে দু’বার সাক্ষাৎ করেছি। প্রথমবার লন্ডনে এবং দ্বিতীয়বার চেক রিপাবলিকে। সাক্ষাতে আমি এ সমস্যার কথা উল্লেখ করেছিলাম এবং তিনি আমাকে কিছু অসুবিধার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিষয়গুলো সহজ নয়, বরং বেশ জটিল। কিন্তু, তা সত্ত্বেও আমি মনে করি তিনি কিছু করতে পারেন। দালাই লামা বলেন, রোহিঙ্গাদের কিভাবে সহায়তা দিতে হবে, সে আহ্বান জানানোই যথেষ্ট নয়। তবে দালাই লামার এ আহ্বানের প্রেক্ষিতে এখনও কোন মন্তব্য করেননি সু চি। দারিদ্র্য এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের চরম বৈষম্যমূলক আচরণের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান মিয়ানমার ছেড়ে পালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাড়ি জমানোর চেষ্টা করছেন। রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, এ বছরের নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল কোন ঝুঁকির মধ্যে পড়তে চায় না। বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের পাশে দাঁড়ালে, দেশটির সংখ্যাগুরু বৌদ্ধ জনসংখ্যার ভোট হারানোর শঙ্কা কাজ করছে সু চির দলের মধ্যে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1