সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মানবপাচার বন্ধে সাত বিভাগে ট্রাইব্যুনাল হবে : আনিসুল হক

প্রকাশিত: ০৬:১৩ পিএম, মে ২৭, ২০১৫
একুশে সংবাদ:মানবপাচার প্রতিরোধে ও পাচারকারী দমনে দেশের সাত বিভাগে সাতটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘মানবপাচার অপরাধ দমন’ নামের এই ট্রাইব্যুনাল গঠনের জন্য ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দেয়া হয়েছে। তবে ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত প্রচলিত আইনে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মানবপাচারের বিচার চলবে। আজ বুধবার সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। সাগরেপথে মানবপাচার হয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কয়েকশ’ গণকবরে বাংলাদেশীর লাশ পাওয়ার খবরের পরই সরকারের পক্ষ থেকে মানবপাচার ও দমন প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হলো। আনিসুল হক বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন হওয়ার আগ পর্যন্ত আপাতত এ সংক্রান্ত মামলাগুলো জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। বর্তমানে মানবপাচার নিয়ে ৫৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে ২৫৭টি মামলার অভিযোগপত্র দায়ের করা হয়েছে। ১২টি মামলার রায় হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল বুধবার দুপুরে সচিবালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান আনিসুল হক। সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেলের সাথে কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে আনিসুল হক বলেন, তার সাথে হিউম্যান রাইটস এবং ওয়ার ক্রাইমের ক্যাপিট্যাল পানিশম্যান্ট নিয়ে আলোচনা হয়েছে। সুইডেনের রাষ্ট্রদূত জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা কামারুজ্জামানের ছেলে সুইডেনের নাগরিক এবং সেখানেই বসবাস করেন। এ কারণে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায়ের পর সুইডেনে মাতামাতি হয়েছে। ইউরোপিয় ইউনিয়ন মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেছে। সুইডেন ক্যাপিটেল পানিশমেন্ট সমর্থন করে না বলে জানালেও আমি পরিষ্কার করে বলে দিয়েছি, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিধান থেকে পিছিয়ে আসতে পারবো না। তবে ভবিষ্যতে আইন করার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে। আনিসুল হক বলেন, আমাদের দেশের হিউম্যান রাইটস সুইডেনের সমান না হলেও কাছাকাছি রয়েছে। ওখানে কেমন আর আমাদের দেশে কেমন তা নিয়ে সুইডেনের রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1