সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাকিস্তানে এবার ৭ আসামীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, মে ২৭, ২০১৫
একুশে সংবাদ:পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে মৃত্যুদ-প্রাপ্ত ৭ আসামীর মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। রায় প্রদানের পর তারা মৃত্যুদ- কার্যকরের প্রতীক্ষায় ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। লাহোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে ২ আসামীর মৃত্যুদ- কার্যকর করা হয়। এক নারীকে হত্যার দায়ে আবদুল খালিক নামের এক আসামী ও একজনকে হত্যার দায়ে শাহজাদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের রায় দিয়েছিল আদালত। গুজরাট জেলা কারাগারে দুই কয়েদীর ফাঁসি কার্যকর করা হয়। ২০০২ সালে এক ব্যক্তিকে হত্যার জন্য নাসির আহমেদ ও ১৯৯৯ সালে একটি হত্যাকা- সংঘটনের দায়ে ফয়সাল মেহমুদকে মৃত্যুদ- দেয়া হয়। ভেহারি জেলা কারাগারে ২ আসামীর মৃত্যুদ- কার্যকর করা হয়। ১৯৯৭ সালে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে আবদুল সাত্তার এবং ২০০১ সালে ১১ বছর বয়সী এক মেয়ে-শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে সানাউল্লাহকে মৃত্যুদ- দিয়েছিল আদালত। বেলুচিস্তানের একটি কারাগারে ২০০৪ সালে ভাই ও ভাইয়ের ছেলেকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত খান মোহাম্মদের মৃত্যুদ- কার্যকর করা হয়। পেশোয়ারের একটি সেনা পরিচালিত স্কুলে তালেবানের হামলায় ১৩২ স্কুল শিক্ষার্থীসহ ১৪৫ জন নিহত হওয়ার পর গত ১০ই মার্চ পাকিস্তান সরকার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেয়। প্রথমদিকে, জঙ্গি দমনে পাকিস্তান অভিযান শুরু করে এবং জঙ্গি সদস্যদের মৃত্যুদ- কার্যকর করে। তবে সম্প্রতি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত অন্যান্য কয়েদীর মৃত্যুদ- কার্যকর করাও শুরু করে দেশটি। উৎস: মানবজমিন

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1