সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মালয়েশিয়ায় গণকবর থেকে লাশ উঠানো শুরু

প্রকাশিত: ১২:১২ পিএম, মে ২৭, ২০১৫
একুশে সংবাদ:মালয়েশিয়ার পুলিশের ফরেনসিক টিম থাইল্যান্ড সীমান্তের গহীন অরণ্যে সন্ধান পাওয়া গণকবর থেকে পাচারকারীদের পুঁতে রাখা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের লাশ উত্তোলন শুরু করেছে। এসব লাশ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিড়ানি ও কোদাল দিয়ে গতকাল লাশ উত্তোলন শুরু করে।থাইল্যান্ড মানব পাচারের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরুর পর পাচারকারীরা গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব গণকবর রেখে পালিয়ে গেছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং মালয়েশিয়ার উত্তরাংশের গভীর অরণ্যে এসব গণকবরের অবস্থান। গতকাল মঙ্গলবার মালয়েশিয়া কর্তৃপক্ষ একদল সাংবাদিককে একটি বন্দিশিবির পরিদর্শনে নিয়ে যায়। নিকটবর্তী রাস্তা থেকে এক ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছাতে হয়। দেখা যায়, বাঁশের খুঁটি ও ত্রিপল দিয়ে তৈরি পরিত্যক্ত একটি গণকবর। এখানে ৪০০ জনের লাশ থাকতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে জানান একজন পুলিশ কর্মকর্তা। মালয়েশিয়া সরকার সোমবার জানায় যে, তারা উত্তরাঞ্চলীয় পার্লিস রাজ্যের সীমান্তের ৩০ মাইলজুড়ে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা ১৩৯টি গণকবর এবং ২৮টি বন্দিশিবিরের সন্ধান পেয়েছেন।রয়টার্সের সাংবাদিকরা মঙ্গলবার ওই শিবির পরিদর্শনকালে বিশাল প্লাস্টিকের পানির ট্যাঙ্ক দেখতে পান, যাতে মনে হয় যে, সেখানে মোটামুটি স্থায়ী ব্যবস্থাই ছিল। পার্শ্ববর্তী জনবসতি থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি। এই স্থানে ৩৭টি লাশ পাওয়া গেছে বলে জানান একজন কর্মকর্তা। এটি থাই সীমান্ত থেকে কয়েকশ’ মিটার দূরে অবস্থিত। পুলিশ খোঁড়াখুঁড়ি শুরু করার আগেই এখানে বিপুল পরিমাণ লাশ রাখার ব্যাগ ও তুলার কাফন এনে জড়ো করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর হাজার হাজার নিপীড়িত রোহিঙ্গাকে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে থাই সীমান্তে জড়ো করা হতো। তারপর মুক্তিপণের জন্য চলত নির্যাতন। সাধারণ প্রতিটি বন্দির কাছ থেকে ১২০০-১৮০০ ডলার আদায় করা হয়।সোমবার সন্ধ্যায় মালয়েশীয় পুলিশ একটি শিবিরের একটি ঝুপড়ি থেকে একটি গলিত লাশ সরিয়ে ফেলে। পুলিশ জানায়, দুই-তিন সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশপ্রধান রিজানি চে ইসমাইল বলেন, পাচারকারী সিন্ডিকেটর লোকজন তাড়াহুড়ো করে পালাতে গিয়ে হয়তো লাশটি পুঁতে রাখার সময় পায়নি।অভিবাসীদের সরকারি ভবনে রাখবে মালয়েশিয়াএদিকে, বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের ভবন ও প্রাঙ্গণে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। গতকাল মঙ্গলবার কুয়ালালামপুরভিত্তিক দৈনিক দ্য স্টার এ খবর প্রকাশ করেছে।জাহিদ হামিদি বলেন, পেনাংয়ে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এগুলোতে অভিবাসীদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারকে তাদের আশ্রয় দেয়ার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশান্তর হওয়া ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। একই মত জানিয়েছে ইন্দোনেশিয়া। সূত্র : বিবিসি, রয়টার্স।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1