সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফরিদপুরে ধান চাষ (আমন উফশী) উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:২৭ পিএম, মে ১৩, ২০১৫
কে. এম. রুবেল, ফরিদপুর : ফরিদপুর সদর উপ জেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্যভাষানচর আলোর দিশারী সমবায় সমিতি অফিসে বুধবার দুপুরে ধান চষ (আমন উফসী) উৎপাদন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ফরিদপুর এডিপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসববে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর এডিপি ম্যানেজার রাখাল সুবাস গমেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ এস. এম. বেলালুর রহমান, এডিপি ফরিদপুরের কৃষি কর্মকর্তা মো. বাবলুর রহমান, বৈশাখী টেলিভিশনের কে. এম. রুবেল, কৃষক নজরুল ইসলাম, রেজাউল সেক, কৃষানী সুমি বেগম, সুর্ইায়া বেগম, রেহেনা বেগম, কামরুল হাসান জুয়েল। প্রশিক্ষন কর্মশালায় বক্তারা বলেন, স্বল্প মেয়াদী উচ্চ ফলন শীল ও জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানো উপযোগী আমন ধানের আধুনিক জাত ও কিভাবে স্বল্প খরচে পরিবেশের ভারসম্য রক্ষা করে সে জাতগুলি চাষ করে দরিদ্র কৃষকদের অধিক লাভ করক্ষে। দিন্যাাপী কর্মশালায় ১০০জন কৃষক-কৃষানী উপস্থিত ছলিনে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1