সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৫:২২ পিএম, মে ৮, ২০১৫
‘জানুক সবাই, দেখাও তুমি’ স্লোগানে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং রবি আজিয়াটা ও আনোয়ার ইস্পাত লিমিটেডের আর্থিক সহযোগিতায় দেশব্যাপী অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। আজ ৮ মে, শুμবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগর আঞ্চলিক পর্বের মাধ্যমে শুরু হচ্ছে এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সকালে বেলুন উড়িয়ে ঢাকা মহানগরের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন করেন আই সিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। উদ্ধোধনের পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় ঢাকা মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী অংশগ্রহন করে। এর পর কুইজে অংশগ্রহনকারীদের নিয়ে শুরু হয় প্রোগ্রামিং কর্মশালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে সকাল ১০ টায় শুরু হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও ঢাকা মহানগরের স্কুল ও কলেজের ৫০ জন শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত। বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি বলেন, ‘আজকের এই হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে নতুন এক বাংলাদেশের সূচনা হলো। আমরা জানি আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। তাদেরকে শুধু এই ধরনের সুযোগ তৈরি করে দিতে পারলেই হবে। তাহলে একদিন আমাদের ছেলে মেয়েরাই গুগল, ফেসবুক তৌরি করতে পারবে।’ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশিদ। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি) ইকরাম কবীর, আনোয়ার গ্রুপের হেড অব মার্কেটিংগালিব মোহাম্মদ, ধানসিঁড়ি কমিউনিকেশেনের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, আন্তজার্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক মোহাম্মদ মাহমুদুর রহমান, দ্বিমিক কম্পিউটার স্কুলের চেয়ারম্যান তামিম শাহরিয়ার সুবিনসহ অনেকে। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ওপেন র্সোস নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারন সম্পাদক মুনির হাসান। এ সময় তিনি আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্টানে কুইজে ১২০ জনকে বিজয়ী ঘোষনা করা হয় এবং প্রোগ্রামিং এ ৪৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। যারা সরাসরি জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চলতি বছর সারাদেশকে মোট ৮টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অঞ্চগুলো হচ্ছে: রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগ (গোপালগঞ্জ)। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২৯ মে অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, আনোয়ার ইস্পাত। সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধাঁনসিড়ি কমিউনিকেশন এবং একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে িি.িহযংঢ়প.ড়ৎম এবং িি.িভধপবনড়ড়শ.পড়স/হযংঢ়পনফ এই ঠিকানায় । প্রয়োজনে : বায়েজিদ ভূইয়া জুয়েল (০১৯১৭০৯৩১৯১)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1