সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ পাকিস্তানকে উড়িয়ে দিল

প্রকাশিত: ১০:০০ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
একুশে স্পোর্টস ডেস্কঃ উড়য়িে দলি পাকস্তিানক।ে মাত্র ১৪১ রানরে লক্ষ্য। সাকবি আল হাসান আর সব্বরি রহমান রুম্মান যভোবে প্রতযিোগতিা করে বাউন্ডাররি ফুলঝুরি ছোটালনে, তাতে উড়ইে গলেে আফ্রদিরিা। ২২ বল হাতে রখেইে পাকস্তিানরে বপিক্ষে একমাত্র ট২ি০তে ৭ উইকটেরে বশিাল জয় তুলে নলি মাশরাফি বাহনি।ি ৮ম বাররেমত মুখোমুখি হয়ে ট২ি০ ক্রকিটেে এই প্রথম পাকস্তিানকে হারানোর স্বাদ পলেো বাংলাদশে ওয়ানডে সরিজিে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর এবার একমাত্র ট২ি০তওে পাকস্তিানকে দাপটরে সঙ্গে হারাল টমি বাংলাদশে। ১৪১ রানরে লক্ষ্যে খলেতে নমেে ৩ উইকটে হারয়িে ১৬.২ ওভারইে লক্ষ্যে পৗেঁছে যায় টাইগাররা। ৪১ বলে ৫৭ রান নয়িে সাকবি আল হাসান এবং ৩২ বলে ৫১ রান নয়িে অপরাজতি ছলিনে সাব্বরি রহমান।অথচ, মাত্র ৩৮ রানরে মাথায় তৃতীয় উইকটেরে পতনরে পর শঙ্কায় পয়েে গয়িছেলি গ্যালারতিে উপস্থতি র্দশকদরেক।ে ওয়ানডতেে দাপটরে সঙ্গে জতিলওে ট২ি০তে এসে না আবার হরেে যায়! কন্তিু বাংলাদশে যে সত্যি সত্যি পরর্বিতণ হয়ে গছেে তার আবারও প্রমাণ রাখলনে সাকবি আর সাব্বরি রহমান। দু’জন গড়লনে ১০৫ রানরে অসাধারণ এক জুট।ি সোহলে তানভরি, উমর গুল, ওয়াহাব রয়িাজ কংিবা সাঈদ আজমলদরে মতো বোলারদরে কোনই পাত্তা দলিনে না এ দু’জন। পাল্লা দয়িে দু’জনই তুলে নলিনে হাফ সঞ্চেুর।ি সাব্বরি রহমানরে জন্য এটা প্রথম হাফ সঞ্চেুর। মাত্র ১৪১ রানরে লক্ষ্য। লক্ষ্য পূরণে ব্যাট করতে নমেে শুরু থকেইে মারমুখি তামমি ইকবাল। প্রথমে বল করতে আসনে মোহাম্মদ হাফজি। প্রথম বলে কোন রান নইে। দ্বতিীয় বলইে ছক্কা মরলনে তামমি ইকবাল। পররে বলইে বাউন্ডার।ি এরপররে বলওে কোন ছাড় নয়। আবারও বাউন্ডার।ি তবে পঞ্চম বলে দ্রুত এক রান নতিে গয়িে মূল্য দতিে হলো তামমিক।ে হারাতে হলো  সৌম্য সরকাররে উইকটে। কোন বল মোকাবলো না করইে আউট হয়ে গলেনে সৌম্য সরকার। একুশেসংবাদ.কম/এইচকেএস/২৪.০৪.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1