সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেলকুচিতে ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষ এসিড দগ্ধ ৪

প্রকাশিত: ০৫:২৬ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাঁতসমৃদ্ধ বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রং ও কেমিক্যাল ব্যবসায়ীদের দু’পক্ষের সংঘর্ষে পথচারীসহ ৪জন এডিস দগ্ধ হয়েছেন। এরা হলেন, উপজেলার নাগগাতি গ্রামের মৃত, হারুন-অর-রশিদ সরকারের ছেলে অসিম সরকার (৩৫), তামাই গ্রামের মৃত মোন্নাফ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৫০), ওমর আলীর ছেলে ২ ছেলে আব্দুল গফুর (৪২) ও হযরত আলী (৩০)। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আশংকাজনক অবস্থায় অসিম ও হেলালকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং বাকিদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কেনাকাটা নিয়ে ওই বাজারের রং ও কেমিক্যাল ব্যবসায়ী লতিফ ফকির ও মাহবুব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় লতিফ ফকিরের সমর্থকরা প্রতিপক্ষের লোকজনের উপরে এসিড ছুড়ে মারে। এতে পথচারী অসিম, হেলাল উদ্দিন এবং ব্যবসায়ী মাহবুবের ২ ভাই আব্দুল গফুর ও হযরত আলী এসিড দগ্ধ হয়। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1