সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আত্রাইয়ে জরাজীর্ণ ভবনে চলছে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কার্যক্রম

প্রকাশিত: ০৫:২১ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
আত্রাই থেকে নাজমুল হক নাহিদঃ নওগাঁর আত্রাইয়ে জরাজীর্ণ ভবনে চলছে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ কার্যক্রম। জীবনের ঝুঁকি নিয়ে এ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কার্যক্রম চালিয়ে আসছেন যুগ যুগ থেকে। সরকারের সর্বাধিক রাজস্ব এ অফিস থেকে আয় হলেও নজর নেই এর সংস্কার বা নতুন ভবন নির্মাণের। ফলে জীবনের ঝুঁকি নিয়েই কর্মকর্তা ও কর্মচারীরা এ অফিসে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সমগ্র উপজেলার হাজার হাজার হেক্টর জমির মূল্যবান কাগজ ও নথিপত্র সংরক্ষিত রয়েছে এ অফিসে। সামান্য বৃষ্টি পাত হলেই এগুলো ভিজে যায়। জানা যায়, ৮০ বছরের পুরাতন তদানীন্তন জমিদারের পরিত্যক্ত একটি বাড়িতে এ ভূমি অফিসের কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। এ অফিসের সামনে পিছনে মিলে সেই জমিদারের ১ একর ৪৪ শতাংশ জমি রয়েছে। ৬৯২ দাগে ১ দশমিক ৪৪ ডে. জমি যা পরবর্তীতে সরকারের ১ নং খাস খতিয়ানভূক্ত করা হয়েছে। বর্তমানে এ বিপুল পরিমান জমি এ অফিসের দখলে থাকলেও এখানে নির্মিত হয়নি অধুনিক কোন ভবন। অফিসের কর্যক্রমের পরিধির তুলনায় কক্ষ সংকট, নেই কোন রেকর্ড রুম সবকিছু মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশে চলছে ভূমি অফিসের কার্যক্রম। জরাজীর্ণ ৪টি কক্ষে যুগ যুগ থেকে কার্যক্রম চলে আসছে। উপরের চালার টিন নষ্ট হয়ে গেলেও সেগুলো সংস্কার করার অভাবে প্রতিনিয়ত বৃষ্টির পানিতে ভিজছে প্রয়োজনীয় কাগজপত্র। অপর দিকে পর্যাপ্ত পরিমান আসবাবপত্র না  থাকায় অফিসের মেঝেতে দিনের পর দিন ফেলে রাখা প্রয়োজনীয় রেকর্ডপত্রের  বান্ডিল গুলো উইপোকায় নষ্ট করছে। এ দিকে  ভূমি অফিসের কানুনগোর কক্ষে ধরেছে বড় ধরনের ফাটল যে কোন সময় এটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। এখানে ভবন সমস্যার কারণে প্রতিকূল আবহাওয়া শুরুতেই বাধাগ্রস্ত হয় স্বাভাবিক কার্যক্রম। উপজেলা ভূমি অফিসের কানুনগো খন্দকার আব্দুস ছাত্তার বলেন, এ অফিসের মাধ্যমে ২০১২-১৩ অর্থবছরে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪৪ লাখ টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরে আয় হবে ৫৬ লাখ টাকা। প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ রাজস্ব এ অফিসের মাধ্যমে আয় হয়। অথচ আমরা জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে কাজ করে যাচ্ছি। এর প্রতি সরকারের আশু দৃষ্টি দেয়া প্রয়োজন। এ ব্যাপারে আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি বলেন, ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন থেকেই সংশিষ্ট ভূমি মন্ত্রণালয়ে লেখালেখি করা হচ্ছে। সম্প্রতি এরই মধ্যে ভূমি মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এর কোন সাড়া মেলেনি।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1