সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার টি-টোয়েন্টির পালা

প্রকাশিত: ০২:৪০ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
একুশে স্পোর্টস ডেস্কঃ ওয়ানডেতে ১৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের। আরেকটি আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে সামনে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে আট বছর ধরে জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ।   ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। কিন্তু টি-২০ ফরম্যাটে টাইগারদের খুব একটা সাফল্য নেই । আগের সাত দেখায় পাকিস্তানের কাছে সবকটিতে হেরেছে স্বাগতিকরা। তারপরও ওযানেডের সাফল্যে আত্মবিশ্বাসী করে তুলেছে মাশরাফি বাহিনীকে।   এমন সমীকরণে শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টা য়একমাত্র টি-২০ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।   ওয়ানডে সিরিজ-জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনই রান পেয়েছেন ওয়ানডে সিরিজের প্রত্যিটি ম্যাচেই। আর বল হাতে পুরো সিরিজ জুড়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন আরাফাত সানি।   বৃহস্পতিবার পাকিস্তান দল সকাল থেকে বিকাল পর্যন্ত অনুশলীন করেছে। আর পড়ন্ত বিকালে অনুশীলন করতে নামে টাইগাররা। কিছুক্ষণ পর ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়া অনুশীলনে তামিম, মুশফিক ও সানি ছিলেন অনুপস্থিত।   খোঁজ নিয়ে জানা গেল টি-২০’র মারকাটারি ক্রিকেটের কথা ভেবেই দলের এ তিন তারকাকে ছুটি দিয়েছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। দলের বাকিদের জন্য বৃহস্পতিবারের অনুশীলন অত্যাবশ্যকীয় হলেও ছুটির মেজাজে হোটেল-বাইরে সময় কাটিয়েছেন দুরন্ত ফর্মে থাকা দলের এ তিন ক্রিকেটার।   এ তিন ক্রিকেটার অনুশীলনেও না থাকলেও শুক্রবারের টি-২০ ম্যাচে এ তিনজনের দিকেই তাকিয়ে থাকবে টাইগার-সমর্থকরা।   এখন পর্যন্ত ক্রিকেটের এ ফরম্যাটে হার না মানা পাকিস্তানকে হারাতে ওয়ানডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে মাশরাফি বাহিনীকে। এখন পর্যন্ত বল-ব্যাটে সেখানে জয়ের নায়ক হয়ে ওঠা হয়নি সাকিব আল হাসানের। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন টি-২০ ক্রিকেটার সাকিবের ওপর দায়িত্ব কম থাকবে না।   বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফিও আলাদা করেই বলে গেলেন সাকিবের কথা। তিনি বলেন, ‘আমাদের খুব বেশি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। একমাত্র সাকিবই বোধ হয় এ ফরম্যাটে কিছুটা অভিজ্ঞ।’   তবে টি-২০ তে জয় পরাজয়ের মূল পার্থক্য গড়ে দিতে শুরুটা অত্যন্ত জরুরি। এখনও টি-২০কে ‘বোলারস গেম’ বললেও দলের সেরা চার ব্যাটসম্যানের অন্তত দুজনকে জ্বলে উঠতে হবে- এমনটাই জানালেন মাশরাফি।   অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘টি২০তে আপনাকে শুরু থেকেই মেরে খেলতে হয়। এটা ব্যাটসম্যানদের জন্য কিছুটা চাপের। আর এ ফরম্যাটে জয় পেতে হলে আপনার সেরা চার ব্যাটসম্যানের মধ্যে অন্তত একজনকে ভালো খেলতে হবে। দুজন হলে জয়ের সম্ভাবনাটাও বেড়ে যায়।’   পাকিস্তানকে হারাতে ওয়ানডে সিরিজের সেরা তিন তারকার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। তেমনটাই জানালেন মাশরাফি।   টাইগার অধিনায়ক বলেন, ‘সেরা চারে তামিম, সৌম্য, মুশফিক ভালো ফর্মে রয়েছে, আশা করছি আজ (শুক্রবার) সেটা তারা ধরে রাখবে। আমি মনেকরি, টি-২০ও ‘বোলারস গেম’। ভালো বল করলে ম্যাচ জেতানো সম্ভব।’   এদিকে টি-২০ দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক। আর টেস্ট সিরিজকে সামনে রেখে রুবেল হোসেনকে দেয়া হয়েছে বিশ্রাম। এ দুজনের পরিবর্তে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান।   ওয়ানডের ১২ জনই রয়েছেন টি-২০ তেও। সেক্ষেত্রে তিন পেসার থেলালে দলে একটি পরিবর্তন হতে পারে। দলে ঠাঁই হতে পারে ডানহাতি পেসার আবুল হাসান রাজু কিংবা বাঁ-হাতি মুস্তাফিজের যে কোন একজনের।   বাংলাদেশ দল ওয়ানডেতে দীর্ঘদিন ধরে ভালো খেলে চললেও ক্রিকেটের এ ফরম্যাটের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি । টি-২০’র অভিজ্ঞতা তো নেই বললেই চলে। গত নয় বছরে দল হিসেবে তারা খেলেছে মাত্র ৪১ ম্যাচ। যেখানে ২৯ হারের বিপরীতে জয় মাত্র ১১টি। অন্যদিকে এ সময়ের মধ্যে পাকিস্তান খেলেছে ৮৫ ম্যাচ। জয় ৫০ ও হার ৩৩।   বৃহস্পতিবার এ নিয়েও আফসোস ঝড়েছে মাশরাফির কণ্ঠে, ‘আসলে আমরা যতটা ওয়ানডে খেলি ততটা টি-২০ খেলা হয় না। শুধু আন্তর্জাতিক ম্যাচই নয়, ঘরেও খেলা হয় না। বছরে নির্দিষ্ট কোনো টি২০ উইন্ডো নেই।’   অপরদিকে টি-২০ তে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যান পাকিস্তানের হয়ে কথা বলেছে। তাছাড়া পাকিস্তানের টি-২০ দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় অন্তর্ভূক্ত হওয়ায় দলটির শক্তিও অনেকটা বেড়েছে বলে মনে করছেন আফ্রিদি।   এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৭টি ওয়ানডে ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ। কিন্তু সেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ অতিথি দল হেরেছে (৩-০) তে ব্যবধানে।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২৪.০৪.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1