সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্যাংক ডাকাতিতে বিস্ফোরকসহ আটক ২

প্রকাশিত: ১২:৫৭ পিএম, এপ্রিল ২৪, ২০১৫
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় কমার্স ব্যাংকের কার্যালয়ে হানা দিয়ে সাতজনকে হত্যা ও টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন।শুক্রবার ভোরের দিকে তাদের আটক করা হয়।   পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে টঙ্গীর আউচপাড়া এলাকায় জনৈক আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় ঢাকা ডিবি ও আশুলিয়া থানা পুলিশ।   অভিযানকালে ওই বাড়ি থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য, পিস্তলের ম্যাগাজিন ও ৪টি চাপাতি উদ্ধার করে পুলিশ। এ সময় বাসা থেকে সাইফুল ইসলাম নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সন্দেহভাজনদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।   ঢাকা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, তাদের কাছ থেকে জেএমবি ও ইসলামী ছাত্রশিবিরের বইপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য।   উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় দুর্দর্ষ ডাকাতির ঘটনায় শাখা ব্যবস্থাপকসহ প্রাণ হারান ৮ জন।     একুশেসংবাদ.কম/এইচকেএস/২৪.০৪.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1