সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি : নিহত ১

প্রকাশিত: ১০:২১ এএম, এপ্রিল ২৩, ২০১৫
গাইবান্ধা প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে বাড়িঘর, গাছপালা, উঠতি ফসলের ক্ষেতসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছ্।ে এ সময় দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার উপর দিয়ে ঐ কালবৈশাখী ঝড় বয়ে যায়।এতে উপজেলার প্রজাপাড়া, ওসমানপুর, চককরিম, খালাশপীর, গুর্জিপাড়া, ভেন্ডাবাড়ী, পতিœচড়া, কাশিমপুর, করিম লক্ষীপুর, কুমেদপুর, চতরা, লালদীঘি মেলা, মাদারগঞ্জ, খেজমতপুরসহ শতাধিক গ্রামের ছোট-বড় ১০ সহস্্রাধিক গাছপালা উপড়ে ও ভেঙ্গে পড়ে। এছাড়াও ২শতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার খেজমতপুর উচ্চ বিদ্যালয়, মহদিপুর দাখিল মাদ্্রাসা, রামনাথপুর উচ্চ বিদ্যালয়, লালদিঘী উচ্চ বিদ্যালয়, বটেরহাট আরডিআরএস দাখিল মাদ্্রাসা, নখারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠানের টিনসেড ঘরের আংশিক ক্ষতি হয়েছে। এদিকে বড়আলমপুর ইউনিয়নের বাশফুকুরিয়ার মন্ডলপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে বৃদ্ধ আব্দুল লতিফ দেয়াল চাপা পড়ে নিহত হয়।  শত শত বিঘার ভুট্টাক্ষেত, কলা, উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি  হয়েছে। উঠতি ফসলের এই ক্ষতিতে কৃষক চোখে অন্ধকার দেখছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ঝড়ের রাত থেকে গোটা উপজেলায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1