সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন খালেদার শীর্ষ কর্মকর্তাদের

প্রকাশিত: ১২:২৮ পিএম, এপ্রিল ২২, ২০১৫
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় তার শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতাদের একটি অংশ।   মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত ‘নাগরিক ভাবনা: প্রসঙ্গ-সিটি নির্বাচনে প্রচারণার সমান সুযোগ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির চেয়ারপারসনের কর্মসূচি যারা সমন্বয় করেন তাদের গাফিলতির বিষয়ে কথা বলেছেন বিএনপির কয়েকজন নেতা।   আলোচনায় অংশ নিয়ে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা তার বক্তব্যে বলেন, ‘ম্যাডামের কর্মসূচির সিডিউল যারা সমন্বয় করেন তারা কীভাবে কাজ করেন যে, ম্যাডাম কোথায় যাবেন তা দলের নেতাকর্মীরা জানেন না।’   এই বক্তব্য সমর্থন করে বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘ওয়ান ইলেভেনের প্রেতাত্মারা দলে এখনও চেপে আছে। তাদের বিদায় করতে যার যা দায়িত্ব তা পালন করতে হবে।’   বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের মধ্যে যদি স্পৃহা থাকতো তাহলে হয়তো কালকেই বাংলাদেশের পট পরিবর্তন হয়ে যেতো। আন্দোলন স্থগিত হয়নি আন্দোলন চলমান রয়েছে। নির্বাচনে জয়-পরাজয় যা হয় আমাদের লাভ।’   তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট যে তার নির্দেশে বিএনপি চেয়ারপারসনের ওপর হামলা হয়েছে।’   নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলছে তারা লিখিত অভিযোগ পায়নি। তারা কি পত্রিকা পড়ে না, টেলিভিশন দেখে না। তারা কানা-বোবা-অন্ধ হয়ে গেছে?’   নববর্ষে টিএসসিতে শ্লীনতাহানির ঘটনা নিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বক্তব্যে কঠোর সমালোচনা করে এর জন্য ছাত্রলীগকে দায়ী করেন আহমেদ আযম খান। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘এই নির্বাচনে আমাদের বিজয় হবে। বিজয় আমাদের সুনিশ্চিত।’   তিনি বলেন, ‘কাল ন্যাক্কারজনক হামলার পরও ম্যাডাম বাসায় ফিরে যান নি। আমি হলে বাসায় ফিরে যেতাম। কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়ে কর্মসূচি শেষ করেছেন। মানুষের ভোটের জন্য জীবন দিতেও রাজি তিনি।’   খন্দকার মাহাবুব বলে, ‘হামলার সময় ম্যাডামের বক্তব্য দেখে মনে হয়েছে জনগণের ওপর তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। হামলার পর সারা পৃথিবী স্তব্ধ হয়েছে। বেগম খালেদা জিয়ার ওপর নগ্ন হামলা করে সরকার তাদের চরিত্র বিশ্ববাসীর কাছে উন্মোচন করেছে।’   তিনি আরো বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। বলা হয়েছে কর্মীরা মঠে নামেনা, এ কথা ঠিক না। কর্মীরা মাঠে না নামলে সারা বাংলাদেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন হলো কিভাবে।’২৮ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারি আচরণ করার আহ্বান জানান তিনি।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিক। অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিক সিকদার, সাংবাদিক নেতা আব্দুস সহিদ প্রমুখ বক্তৃতা করেন।   একুশেসংবাদ.কম/এইচকেএস/২২.০৪.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1