সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শাবিপ্রবির ৩৫ শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত: ০৪:৪৬ পিএম, এপ্রিল ২০, ২০১৫
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক পদের ৩৫ শিক্ষক পদত্যাগ করেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমান ৩৫ জনের পদত্যাগপত্র নিয়ে ভিসির কক্ষে যান। মূলত শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতেই ওই শিক্ষকরা পদত্যাগ করেন।
এদিকে, গতকালই শিক্ষক মহলের পক্ষ থেকে শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক প্রক্টরিয়াল ও প্রভোস্ট বডিও আজ এক যোগে পদত্যাগের কথা জানিয়েছিলেন। ভিসির অসদাচরণের কারণে পদত্যাগের দাবিতে শিক্ষক গতকাল রবিবার কর্মবিরতি পালন করে। ওই দিন বিকাল ৫ টার মধ্যে ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম দেয়া শিক্ষকরা। তা নাহলে শিক্ষকরা চূড়ান্ত পদত্যাগের সিদ্ধান্ত নেয়। তবে ভারপ্রাপ্ত প্রক্টর জানিয়েছেন, প্রশাসনিক পদে কর্মরতরা কর্মবিরতি পালন করলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, গত সোমবার শাবিপ্রবির একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের বিষয়ে ভিসির সাথে কথা বলতে যান পদার্থ বিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ জন শিক্ষক। তাদের মধ্যে প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হকও ছিলেন। ওই দিন ভিসির সাথে কথা কাটাকাটির জের ধরে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক ও জিইই বিভাগের প্রফেসর ড. শরীফ মোহাম্মদ শারাফউদ্দিন বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এ নিয়েই শাবি পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়। এ বিষয়ে পদত্যাগকারী শিক্ষকদের নেতৃত্বদানকারী অধ্যাপক মস্তাবুর রহমান জানান, শিক্ষকরা পদত্যাগপত্র জমা দিয়ে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে।
একুশে সংবাদ ডটকম/এইচ /২০.০৪.১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1