সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘গৃহশ্রমিকদের নীতিমালার বাস্তবায়নে কেউ কথা রাখেনি’

প্রকাশিত: ০২:১৮ পিএম, এপ্রিল ১৯, ২০১৫
একুশে সংবাদ : গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার বাস্তবায়নের জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল তা এখনো বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) ও ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক (ডিডব্লিউআরএন)। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ: ট্রেসিং দ্যা পলিসি প্রসেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানান সংগঠন দুটি। গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে গ্রহশ্রমিকদের জন্য তেমন আইন নেই। গত মার্চ মাসেও গৃহশ্রমিকদের জন্য নীতিমালার যে খসড়া তৈরি হয়েছিল তা বাস্তবায়নের কথা ছিল। কিন্তু তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসে শ্রমিকদের জন্য এটি উপহার হিসেবে থাকবে। কিন্তু মে মাসেও তা বাস্তবায়ন হবে না। বক্তারা আরো বলেন, গত বছর প্রধানমন্ত্রী নিজে শ্রম প্রতিমন্ত্রীকে ডেকে বলেছিলেন, গৃহশ্রমিকদের জন্য কিছু একটা করেন। শ্রম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। কিন্তু গত এক বছরেও তা বাস্তবায়ন হয়নি। এভাবে গৃহশ্রমিকদের জন্য শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। কেউ কথা রাখেনি। ভবিষ্যতে আমরা আর শুনতে চাই না যে, কেউ কথা রাখেনি। কথার বাস্তবায়ন চাই। রামরুর চেয়ারম্যান প্রফেসর ড. তাসনিম সিদ্দিকী বলেন, সমগ্র পৃথিবীর মধ্যে সর্ব বৃহৎ গৃহকর্মীর বসবাস দক্ষিণ এশিয়াতে। ২০০৬ সালে শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট গৃহশ্রমিকের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার, যাদের ৮৩ শতাংশই নারী। নারী গৃহকর্মীদেরও বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। তার মধ্যে স্বল্প ও অনিয়িমিত মজুরি, যৌন হয়রানি, অনিরাপদ কর্ম পরিবেশ, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, অপর্যাপ্ত ছুটি, শারীরিক নির্যাতন ইত্যাদি। তিনি জানান, ২০১০ সালের মে মাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার ওপর একটি খসড়া নীতিমালা তেরি করে। পরবর্তীতে নীতিমালাটি সংশোধিত ও সংযোজিত করে গৃকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৪ নামে খসড়া নীতিমালা প্রস্তুত করে। ২০১৪ সালের ১ জুলাই হাইকোর্ট একটি রুল জারি করে সরকারকে কারণ দর্শাতে বলেন যে, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন অকার্যকর রয়েছে ও এটি বাস্তবায়নে কেন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বর্তমানে খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। ডিডব্লিউআরএনর কো-অর্ডিনেটর সৈয়দ সুলতান উদ্দীন আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক ফাহমিদা ইয়াসমিন রিপা, জাতীয় নারী শ্রমিক ইউনিয়নের আবুল হোসেন ও নাগরিক উদ্যোগের জাকির হোসেন প্রমুখ। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০৪-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1