সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইয়েমেনে বাংলাদেশিদের থানা ও বিমানবন্দরের আশেপাশে অবস্থানের অনুরোধ

প্রকাশিত: ১১:৪৮ এএম, এপ্রিল ১৯, ২০১৫
একুশে সংবাদ : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে থেকে আজ রবিবার আরও ৩৩৬ জন দেশে ফিরেছেন। বাকিদের শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এক্ষেত্রে তাদের সহজে খুঁজে পেতে থানা ও বিমানবন্দরের আশপাশে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। আজ ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ইয়েমেন ফেরত বাংলাদেশিরা। এসময় সেখানে তাদের স্বাগত জানান শাহরিয়ার আলম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এ পর্যন্ত ৫০৮ জনকে আমাদের তত্ত্বাধায়নে নিয়ে এসেছি। আইওএমের তৎপরতায় আরও ১৪ জন বাংলাদেশি সেখানে রিপোর্ট করেছেন। আটকে পরা কোনো বাংলাদেশির টেলিফোন আমরা গত দুই/তিন দিনে পাইনি। তবে কিছু মানুষ থেকে যেতে পারেন। এখনও যারা আটকে রয়েছেন তাদের থানা এবং বিমান বন্দরের আশেপাশে অবস্থান করতে অনুরোধ জানানো হয়েছে। শাহরিয়ার আলম বলেন, ধারণা করা যেতে পারে আটকে পরা বাংলাদেশিদের সংখ্যা এক হাজারের বেশি না। যে ৩৩৬ জন দেশে ফিরেছেন তাদের মধ্যে ১৮ জনের বৈধ কাগজপত্র ছিলো না। আমাদের কর্মকর্তারা দায়িত্ব নিয়ে তাদের বৈধ কাগজ সরবরাহ করেছেন। এর আগে এসব বাংলাদেশিদের ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে কেরালায় নিয়ে আসে। কেরালা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভোর সাড়ে ৪টায় ১৯০ জন বিমানবন্দরে পৌঁছায়। পরের ফ্লাইটে ভোর সাড়ে ৫টায় ১ শ’ ৪৬ জন পৌঁছান। এ সময় উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ ও প্রতিমন্ত্রী বিকে সিংকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০৪-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1