সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হবে : সেতু মন্ত্রী

প্রকাশিত: ১১:৪৪ এএম, এপ্রিল ১৮, ২০১৫
একুশে সংবাদ : সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। মন্ত্রী অতীতের সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘সেনা মোতায়েন ছাড়াই আগের সিটি করপোরেশন নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। কোন সমস্যা হয়নি। এবারও কোন সমস্যা হবেনা।’ সরকার নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও জানান মন্ত্রী। সেতু মন্ত্রী বলেন, ‘সরকারের প্রথম মধ্যম এবং সর্বশেষ অবস্থান একটাই। আমাদের আগের মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল। ভোটের আগের দিন, এমনকি ভোটের দিন দুপুরেও বিএনপি নেতাদের ভোটকেন্দ্র দখল করা হচ্ছে, ব্যালটবাক্স নিয়ে যাচ্ছে, জালিয়াতি হচ্ছে, আমরা নির্বাচন প্রত্যাখান করলাম-এ ধরনের অনেক কথা শুনেছি।’ সেতু মন্ত্রী বলেন, ‘এরপর রেজাল্ট কি আসল? আওয়ামী লীগের শত্রুরাও তো বলতে পারবেনা, নির্বাচন সুষ্ঠু হয়নি। চট্টগ্রাম থেকে গাজীপুর পর্যন্ত ৯টি সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। একটিতেও আওয়ামী লীগ জিতেনি। সাতটিতে বিএনপি জিতেছে, দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে।’ সেতু মন্ত্রী বলেন, ‘বিএনপি বিরোধী দলে আছে। কর্মীদের চাঙা রাখতে তাদের অনেক কথাই বলতে হয়।’ মন্ত্রী বলেন, ‘আমি এতটুকু বলতে পারি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।’ চট্টগ্রাম প্রেসক্লাব এ মতবিনিময় সভার আয়োজন করে। পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রেসক্লাবের সহ-সভাপতি সালাহউদ্দিন মো.রেজা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৪-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1