সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু

প্রকাশিত: ১২:০২ পিএম, এপ্রিল ১৭, ২০১৫
একুশে সংবাদ : চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৬ অগাস্ট থেকে শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংশ্লিষ্ট এয়ার লাইন্সসমূহের প্রস্ততি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে সাংবাদিকদের এই তথ্য জানান। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, সৌদি এয়ারলাইন্স-এর নির্বাহী মীর ওমর খাইয়াম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালক (সেলস ) মোহাম্মদ শাহনেওয়াজ, আটাব সভাপতি এস এম মনজুর মোর্শেদ মাহবুব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন । মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজব্রত পালন করতে পারবেন। বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স সমানুপাতিক হারে যাত্রী পরিবহন করবে। এ ছাড়া হজের জন্য ওয়ানওয়ে টিকেটের কোনো সুযোগ থাকছে না। ফিরতি ফ্লাইটের যাত্রীদের সুবিধার্থে মক্কা ও মদিনায় চেকিং পয়েন্টস-এর ব্যবস্থা রাখা হবে। এর ফলে বিমান বন্দরে যাত্রীদের মালামাল পরিবহন কিংবা চেকিংয়ের বিড়ম্বনা পোহাতে হবে না। তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী হজযাত্রীদের জমজমের পানিও আনতে হবে না। এয়ার লাইন্স দুটি নিজ উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জমজমের পানি সরবরাহ করবে। সৌদি সরকারের প্রদত্ত রেংকিংয়ে গতবছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে বলে মন্ত্রী জানান। রাশেদ খান মেনন বলেন, এ বছর হজ ফ্লাইট আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভলান্টিয়ার সার্ভিসিং-এর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, টিকেট নিয়ে যাত্রীদের অতীতে যে বিড়ম্বনা পোহাতে হয়েছে এ বছর থেকে তার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য টিকেটিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হয়েছে। বৈঠকে সিন্ধান্ত অনুযায়ি প্রতিজন হজযাত্রী লাগ্যাজে ৩২ কেজি এবং হাতে ৭ কেজি মালামাল পরিবহন করতে পারবেন। একুশে সংবাদ ডটকম/আর/১৭-০৪-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1