সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সালাহ উদ্দিনকে গ্রেফতার করেনি পুলিশ : আইজিপি

প্রকাশিত: ০৩:২৮ পিএম, মার্চ ২৭, ২০১৫
একুশে সংবাদ : পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, ‘বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করা হয়নি। তাকে খুঁজে বের করার সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’ আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আরো গুরুত্বের সঙ্গে বিষয়টি নেওয়া হবে। তবে এখনও পুলিশের পক্ষ থেকে তার নিখোঁজ হালকাভাবে দেখা হচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘জনগণ বোমা মেরে, মানুষ হত্যা, গাড়ি ভাঙচুর হরতাল অবরোধ পছন্দ করে না। তাই আজ দেশের কোথাও হরতাল অবরোধ নেই। যারা নাশকতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখ্যান করেছে। আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।’ এ সময় টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনের চোখে সবাই সমান। কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিদের গ্রেফতারের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। যদি দোষিদের খুঁজে বের করা না যায় তবে আদালতে তাদের ছাড়াই অভিযোগ দায়ের করা হবে।’ এ সময় শহিদুল হক দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার জন্য ওসিদের নির্দেশ দেন। কমিউনিটি পুলিশিং সম্পর্কে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধম্যে সমাজকে আরও সুন্দর করা যায়। আপনারা যদি সমাজের বিভিন্ন অপরাধমূলক সমস্যা সম্পর্কে পুলিশদের অবহিত করেন তবে তারা অবশ্যই তা কঠোর হস্তে দমন করবে।’ এ ছাড়া সমাবেশে জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আইজিপি জেলা পুলিশের বিভিন্ন সাফল্য নিয়ে বই ‘টাঙ্গাইল বার্তার’ উদ্বোধন করেন। সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। একুশে সংবাদ ডটকম/আর/২৭-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1