সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফখরুলসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ২৩ এপ্রিল

প্রকাশিত: ০১:১৮ পিএম, মার্চ ২৫, ২০১৫
একুশে সংবাদ : রাজধানীর শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ফের পিছিয়ে আগামী ২৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। বুধবার মামলাটিতে চার্জ শুনানির জন্য দিন ধার্য থাকলেও মির্জা ফখরুল জেলহাজতে থাকায় এবং অধিকাংশ আসামি আদালতে হাজির হতে না পারায় আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়া এ দিন ধার্য করেন। আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সাংবাদিকদের বলেন, এ মামলার অন্যতম আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মোয়াজ্জেম হোসেন আলাল আটক থাকায় এবং আরো অনেক আসামি আদালতে আসতে না পারায় চার্জ শুনানি না করার জন্য সমেয়ের আবেদন দাখিল করেছেন এবং বিচারক তা মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেছেন। গত ১০ ডিসেম্বর এ মামলায় চার্জশিটের উপর আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে অন্তত পাঁচটি তারিখ ধার্য করা হলেও চার্জ গঠন করতে পারেনি আদালত। গত ২০১৩ সালে ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ২৩ গুরুত্বপূর্ণ নেতার নামে এ মামলাটিতে চার্জশিট দাখিল করেন। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1