সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

''সিদ্ধান্ত বিপক্ষে গেলে সবাইকে মেনে নেয়া উচিত''

প্রকাশিত: ১০:৫৩ এএম, মার্চ ২৫, ২০১৫
একুশে সংবাদ : বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালে বিতর্কিত সেই ‘নো’ বল নিয়ে অবশেষে মুখ খুললেন সেদিন রুবেলের ওভারে নতুন জীবন পাওয়া ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি বলেন, “মাঠে আম্পায়ার কি করেছে আমি জানি না, তবে মাঠে ভুল সিদ্ধান্ত বিপক্ষে গেলে সবাইকে সেটা মেনে নেয়া উচিত”। মঙ্গলবার সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেন রোহিত। ১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ব্যক্তিগত ৯০ রানের সময় বাংলাদেশি পেসার রুবেলের করা ফুলটস বলে ইমরুল কায়েসের তালুবন্দি হন ভারতের ডানহাতি ওপেনার রোহিত শর্মা। রুবেল মাশরাফিরা যখন প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ঘায়েল করার আনন্দে উচ্ছ্বসিত ঠিক তখনই সবার আনন্দকে মাটি করে দিয়ে নো বল ডেকে দেন পাকিস্তানি আম্পায়ার আলিমদার। যদিও রুবেলের ওই বলটি কোনভাবেই নো বল ছিল না । রুবেলের নো বল ছাড়াও বাংলাদেশ-ভারত ওই ম্যাচে আরও দুটি আউট নিয়ে ছিল বিতর্ক। মাশরাফির ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। পরে বাংলাদেশ ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের একটি বিগ শর্ট সীমানার কাছ থেকে শিখর ধাওয়ান তালুবন্দি করলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার না করেই সেটাকেও আউটের সিদ্ধান্ত দেন দুই আম্পায়ার আলিমদার ও গোল্ড। কিন্তু পরে দেখা যায় ওইটা আসলে আউট নয় ছক্কা ছিল। বিতর্কিত এই সিদ্ধান্তগুলো নিয়ে এতদিন মুখ খোলেননি ভারতের কোন ব্যাটসম্যান কিংবা কোন কর্মকর্তা। এক সপ্তাহ বাদে অবশেষে কথা ফুটল ওইদিন নার্ভাস নাইনটিতে নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে যাওয়া রোহিতের মুখে। ২৬ মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমি ফাইনালে মাঠে নামবে ভারত। বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে সেটা অজিদের সাথেও টিকবে কিনা, কিংবা বাক্স-পেটরা গুছিয়ে ভারত বাড়ির পথ ধরবে সেইটাই এখন দেখার বিষয়। প্রথম সেমিতে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মত ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আরেক স্বাগতিক হট ফেবারিট নিউজিল্যান্ড। একুশে সংবাদ ডটকম/আর/২৫-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1