সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সীমান্তে শান্তি রক্ষায় ভারতের সঙ্গে একমত চীন

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, মার্চ ২৪, ২০১৫
একুশে ডেস্কঃ হিমালয় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে একমত হয়েছে চীন ও ভারত। নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এক বৈঠকের পর দেয়া বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।   দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্তবিরোধ নিরসনের লক্ষ্যে সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফরের আগে দুদেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে এশিয়ার বৃহত্তম দুই দেশ।   চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পূর্ববর্তী আলোচনার ফলাফল অনুযায়ী সম্পর্কের উন্নয়ন ঘটাবে দুদেশ এবং “সঠিক দিক” অনুসরণে সামনে এগিয়ে যাবে।   বিবৃতিতে বলা হয়েছে, “সীমান্ত সমস্যা সমাধানের আগ পর্যন্ত সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ তদারকি ও উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে বিরোধ নিয়ন্ত্রণের বিষয়টি পুনরুল্লেখ করেছে উভয় পক্ষ।”   বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহৎ প্রতিবেশী ও উন্নয়নশীল দেশ হওয়ায়, সম্পর্কের উন্নয়ন উভয় দেশের জনসাধারণের জন্য যেমন তেমনি আঞ্চলিক ও বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্যও মঙ্গলজনক।   সব বিষয়ে বাস্তব সহযোগিতার জন্য এবং বৈশ্বিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য দুপক্ষের একসঙ্গে কাজ করা দরকার।   মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম দুদেশের মধ্যে এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হল। দুদেশের দ্রুত বর্ধমান বাণিজ্যিক সম্পর্কে ছায়া ফেলে রাখা এই বিরোধের মেঘ সরাতে উদগ্রীব ভারতীয় প্রধানমন্ত্রী। এই আলোচনায় যে কোনো অগ্রগতি আসছে মে মাসে মোদীর বেইজিং সফরকালে আলো হয়ে পথ দেখাবে।   একুশে সংবাদ ডটকম/এইচ কে এস/২৪.০৩.১৫।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1