সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তারুণ্য ও যৌবন রক্ষায় ইসলামের দিক-নির্দেশনা

প্রকাশিত: ০১:৩২ পিএম, মার্চ ২১, ২০১৫
একুশে সংবাদ : ইসলামের দৃষ্টিতে তারুণ্য ও যৌবন আল্লাহর নেয়ামত এবং একটি আমানতও বটে। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় যৌবন। এর ওপরই গোটা জীবনের সফলতার ভিত্তি। এ জন্য যৌবনকালের যথাযথ মূল্যায়ন, সুষ্ঠু পরিচর্যা ও সঠিক পথনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) বলেছেন, পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর। এর মধ্যে একটি হচ্ছে বার্ধক্যের পূর্বে তারুণ্য ও যৌবনের মূল্যায়ন করা। মানুষের যৌবন খুবই ক্ষণস্থায়ী ও পতনশীল। যৌবন ও তারুণ্য আল্লাহর প্রিয়। যৌবন বয়সের ইবাদত ও সাধনা আল্লাহ খুবই মূল্যায়ন করেন। কিয়ামতের মহাবিভীষিকাময় দিনে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে স্থান দেবেন। এর একটি হচ্ছে ‘এমন যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে ব্যয় করেছে।’ যৌবনকালকে আল্লাহ তায়ালার পবিত্র এক আমানত মনে করতে হবে। এই আমানতকে যথাযথ মূল্যায়ন করতে হবে। যুব সমাজ আল্লাহ ও রাসুলের আনুগত্যের মাধ্যমে এই নেয়ামতের মূল্যায়ন করলে তাতে বরকত আসবে। তেমনি যৌবনের অপব্যবহার করলে সারাজীবন পস্তাতে হবে। এছাড়া কিয়ামতের দিন প্রত্যেককেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যৌবনের হিসাব দিতে হবে। যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই যুবকদের মর্যাদা ও গুরুত্ব যেমন বেশি, তাদের দায়িত্ব-কর্তব্যও অনেক। ইসলামের দৃষ্টিতে আদর্শ যুবক সেই, যিনি দেশ, জাতি ও ধর্মের স্বার্থে নিজেকে বিলিয়ে দেন। মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করতে উদগ্রীব থাকেন। নিজের শক্তি ও সামর্থ্য দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখার চেষ্টা করেন। সব ধরনের অন্যায় ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে যুবকদের। নিজের প্রবৃত্তির সঙ্গে লড়াই করে সঠিক পথে টিকে থাকতে পারলে এর প্রতিদানও আল্লাহ যুবককে দান করবেন। বৃদ্ধের চেয়ে একজন যুবকের ইবাদত ও সাধনা আল্লাহর কাছে অনেক প্রিয়। এ জন্য ইসলাম শিশুকাল থেকেই ধর্মীয় আদর্শে গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। যুবসমাজের যখন অধঃপতন ঘটে, তখন গোটা সমাজে পচন ধরে। এ জন্য যুবসমাজকে রক্ষা করা, বিপথগামী হওয়া থেকে বাঁচানো সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। আদর্শ ও নৈতিক শিক্ষায় বলীয়ান একটি যুবসমাজ দেশ, জাতি ও ধর্ম-গোত্রের জন্য বড় সম্পদ। এ জন্য সবার উচিত যুবক ও তরুণদের ইসলামী আদর্শে উজ্জীবিত করে দীনের পথে পরিচালিত করা। একুশে সংবাদ ডটকম/আর/২১-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1