সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রামের হাটহাজারীর মন্দাকিনীতে বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৫১ পিএম, মার্চ ১৮, ২০১৫
হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে বারুণী স্নান ও মেলা আজ ১৮ই মার্চ বুধবার অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, এ উপলক্ষে দুইদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে মহাতীর্থ মন্দাকিনী মেলা কমিটি। যুগ যুগ ধরে বিশ্বাস আর বংশানুক্রমে সূত্রে এ তিথিতে মন্দাকিনী খালে স্নান করলে মহাপূণ্য ছাড়াও শরীর, মন ও দেহ পবিত্র হয় বলে লাখো পূর্ণ্যার্থীর সমাগম ঘটে। তাই হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও উপজাতি সম্প্রদায়ের লাখো পূর্ণ্যার্থী প্রতি বছর মন্দাকিনীতে স্নান করতে আসে । এছাড়া তারা প্রয়াত বাবা-মা’র উদ্দেশ্যে পিণ্ড দানও করেন । স্নান ও মেলা উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে উঠে মন্দাকিনীসহ পাশ্ববর্তী এলাকা। মন্দাকিনীতে স্নান করলে মহাপূণ্যের অধিকারী হতে পারে বলে স্মরণাতীত কাল থেকে সনাতন সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করে আসছে । তাই উদার মন মানসিকতার লোকজন এ মেলাকে সম্প্রীতি ও বন্ধুত্বের মেলা বলে আখ্যায়িত করে থাকেন। যারা পরকালে সুখ-শান্তির জন্য ধর্মীয় গয়া, কাশি, লাঙ্গলবন্ধ কিংবা অন্যত্র তীর্থস্থানে গিয়ে তীর্থ করতে পারে না সেই সব ভক্তরা এ তীর্থে স্নান তর্পণ ও পিণ্ডদান করেন। এ মহাপুণ্য তিথিতে অগণিত ভক্ত মন্দাকিনী এলাকায় সমবেত হয় তর্পণ ও মহাস্নান করতে। মেলায় সকল সম্প্রদায়ের ভক্তদের সমাগম ঘটে। মেলা কমিটির আহ্বায়ক পাঁচকড়ি শীল বিশ্বাস জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর দূর-দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের লাখো পূর্ণ্যার্থীরা মেলায় সমবেত হয়। মেলা উপলক্ষে ১৭ই মার্চ ধর্মসভা ও কবিগান এবং আজ ১৮ই মার্চ স্নান, তর্পন, গীতা পাঠ, উপজাতিদের সাংস্কৃতিক উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল জানান, মেলা উপলক্ষে মন্দাকিনী এলাকায় যাতে কোনো প্রকারের বিশৃংঙ্খলা সৃষ্টি হতে না পারে সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো । একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৩-০১৫:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1